Ajker Patrika

পদ্মা নদীতে চাঁদা তোলায় ২ জনের কারাদণ্ড 

মুন্সিগঞ্জ প্রতিনিধি
পদ্মা নদীতে চাঁদা তোলায় ২ জনের কারাদণ্ড 

মুন্সিগঞ্জে পদ্মা নদীতে চাঁদা তোলার অভিযোগে দুজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দেশীয় অস্ত্র ও টাকাসহ তাঁদের আটক করে মাওয়া কোস্টগার্ডের সদস্যরা।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মো. সোহেল বেপারী (২৪) ও মো. কুরবান আলী।

মাওয়া কোস্টগার্ডের পিও (সিডি) বুলবুল আহমেদ বলেন, ‘আজ বেলা সাড়ে ১১টার দিকে লৌহজং উপজেলার পদ্মা নদীতে তিনজন ব্যক্তি ট্রলার করে বাল্কহেড থেকে চাঁদা তুলছিলেন। এ সময় আমরা তাঁদের ধাওয়া করি। পরে তাঁরা গাওদিয়া চরে তাঁদের ব্যবহৃত ট্রলার রেখে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজন পালিয়ে গেছেন। ওই ট্রলার থেকে দেশীয় অস্ত্র, লাঠি ও চাঁদাবাজির ৯ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে। পরে লৌহজং এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস শিকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।’

লৌহজং অ্যাসিলেন্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস শিকদার বলেন, পদ্মা নদীতে চাঁদা তোলার সময় দুজনকে আটক করা হয়। তাঁদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত