Ajker Patrika

ঢাকার করোনা হাসপাতালগুলোতে চাপ কমছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১২: ৫৮
ঢাকার করোনা হাসপাতালগুলোতে চাপ কমছে

করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত ৫ শতাংশের নিচে রয়েছে রাজধানীসহ ঢাকা জেলায়। রোগীর সংখ্যা দ্রুত কমায় হাসপাতালে চাপও নেই। সরকারি হাসপাতালে গতকাল বৃহস্পতিবার ৫৮ শতাংশ আইসিইউ শয্যা খালি ছিল।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত আরও সাতজনের মৃত্যু হয়েছে। আগের দিন মৃত্যু হয়েছিল ১৪ জনের। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রোগী শনাক্ত হন ৬২০ জন। শনাক্তের হার ৪ দশমিক ৮৯ শতাংশ। আগের দিন ১৬ হাজার ১০৪ জনের নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছিলেন ৭৯৮ জন। শনাক্তের হার ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ। ঢাকায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ হাজার ৭০৬ জনের এবং শনাক্ত ৭ লাখ ৪১ হাজার ১৫০ জন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় রাজধানীর প্রায় অর্ধশত সরকারি-বেসরকারি করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগীর চাপও কমে এসেছে। কিছুদিন আগেও করোনায় সংক্রমিত রোগীকে ভর্তি করাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে হয়েছে স্বজনদের। শুধু আইসিইউ নয়, সাধারণ শয্যা পেতেও পোহাতে হয়েছে সীমাহীন ভোগান্তি। তবে সংক্রমণ কমে আসায় এখন নির্বিঘ্নেই রোগী ভর্তি করা যাচ্ছে।

 ফাঁকা পড়ে আছে হাসপাতালের শয্যাকরোনা রোগীদের চিকিৎসায় ঢাকার ১৭টি সরকারি হাসপাতালে সাধারণ শয্যা বরাদ্দ আছে ৩ হাজার ৮৯০টি। এর মধ্যে গতকাল খালি ছিল ২ হাজার ৮২৬টি। নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ শয্যা সরকারিভাবে বরাদ্দ আছে ৩৮২টি। এর মধ্যে গতকাল খালি ছিল ২২১টি, যা মোট শয্যার ৫৭ দশমিক ৮৫ শতাংশ। আগের দিন খালি ছিল ২১২টি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকার ২৯টি বেসরকারি হাসপাতালে সাধারণ শয্যা বরাদ্দ রয়েছে ১ হাজার ৫৭৬টি। এর মধ্যে গতকাল শয্যা খালি ছিল ১ হাজার ২৮৬টি। আইসিইউ শয্যা রয়েছে ৪২১টি। এর মধ্যে গতকাল খালি ছিল ৩৬৪টি। আগের দিন খালি ছিল ৩৫৭টি। সরকারি-বেসরকারি হাসপাতালে সাধারণ শয্যা রয়েছে ৫ হাজার ৪৬৬টি। এর মধ্যে গতকাল খালি ছিল ৪ হাজার ১১২টি। আইসিইউ ৮০৩টির মধ্যে গতকাল পর্যন্ত খালি ছিল ৫৮৫টি। আগের দিন খালি ছিল ৫৬৯টি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত