Ajker Patrika

হতাহতদের স্মরণে জবিতে মোমবাতি প্রজ্বলন 

জবি সংবাদদাতা 
Thumbnail image

কোটা সংস্কারের দাবিতে সারাদেশে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।

আজ বুধবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে হলটির সামনের অংশে আন্দোলনকারী শিক্ষার্থীরা এই মোমবাতি প্রজ্বলন করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ১৩ ব্যাচের শিক্ষার্থী শারমিন সুলতানা নিশি বলেন, ‘এরই মধ্যে সারাদেশে পুলিশ ও ছাত্রলীগের নির্যাতনের কারণে যেসব ভাইবোনেরা নিহত, আহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা মোমবাতি প্রজ্বলন করি। নিহত যারা হয়েছেন তাদের জন্য স্মরণসভাটি করেছি এবং দুই মিনিট নিরবতা পালন করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত