Ajker Patrika

জ্যেষ্ঠ আইনজীবীরা সুপ্রিম কোর্টের সমস্যার সমাধান করবেন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্যেষ্ঠ আইনজীবীরা সুপ্রিম কোর্টের সমস্যার সমাধান করবেন: আইনমন্ত্রী

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সরকারের অঙ্গুলি হেলনে চলে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সমিতির নির্বাচনের ফলাফল নিয়ে সৃষ্ট সমস্যা সমিতির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক নেতারা মিলে নিষ্পত্তি করবেন। বুধবার আইনজীবী সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান আইনমন্ত্রী। 

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বিএনপির সাংসদ হারুনুর রশীদের দেওয়ার এক বক্তব্যের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল-২০২২ এর সংশোধনীর ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে দুই সপ্তাহেও ফলাফল ঘোষণা করা হয়নি। ৫০ বছরের ইতিহাসে এটা নজিরবিহীন ঘটনা। এটা হতে পারে না। এটা বিরাট লজ্জার। 

পরে আইন পাস হওয়ার পরে হারুনের বক্তব্যের জবাব দিতে অনির্ধারিত আলোচনায় অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনা নিয়ে সদস্য ও প্রার্থীদের আপত্তি আছে। এ বিষয়ে কী হবে তা সমিতি ঠিক করবে। গতকাল (বুধবার) তাঁরা সভা করেছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, সমিতির জ্যেষ্ঠ সদস্য এবং সাবেক সভাপতি-সম্পাদকেরা বসে সিদ্ধান্ত নেবেন, সেটা কীভাবে নিষ্পত্তি করবেন। এটা সরকারের ঘাড়ে চাপানো ঠিক হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত