Ajker Patrika

মালিবাগে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

প্রতিনিধি, ঢামেক
মালিবাগে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

রাজধানীর খিলগাঁও মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এলাহী বক্স আব্দুল্লাহ (৫২) নামে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মালিবাগ বাজার রেলগেট এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তিনি।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মালিবাগ রেলগেট এলাকায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ। তিনি ওই এলাকার একটি মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।

এসআই আরোও জানায়, মৃত মাদ্রাসা শিক্ষক কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাসিন্দা। বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে মালিবাগ এলাকার একটি মাদ্রাসার কোয়াটারে থাকতেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত