Ajker Patrika

সন্তান নিতে প্রধান শিক্ষকের অনুমতি লাগবে, এটি গুজব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সন্তান নিতে প্রধান শিক্ষকের অনুমতি লাগবে, এটি গুজব

‘কোনো শিক্ষক সন্তান নিতে চাইলে প্রধান শিক্ষকের অনুমতি লাগবে’ বলে একটি কথা কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে ঘুরছে। যা সত্য নয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। 

আজ সোমবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান এ তথ্য জানান।

মাহবুবুর রহমান বলেন, ‘কোনো শিক্ষক সন্তান নিতে চাইলে প্রধান শিক্ষকের অনুমতি লাগবে বলে একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এটি সত্য নয়। মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এটি গুজব। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে আহ্বান করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত