Ajker Patrika

ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের সম্মেলনে আমন্ত্রণ পেলেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের সম্মেলনে আমন্ত্রণ পেলেন মেয়র আতিক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ-২০২৩ এর সম্মেলনে অংশ নিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংস্থাটির প্রধান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এ আমন্ত্রণ জানান। আগামী সেপ্টেম্বর ১৮-১৯ তারিখে নিউইয়র্কে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। 

আজ শনিবার ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ (সিজিআই) ২০২৩ সম্মেলনে জনস্বাস্থ্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বাস্তুচ্যুত জনগণের জন্য করণীয় বিষয়ে বক্তব্য প্রদানের জন্য ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

এর আগে মেয়র আতিকুল ইসলাম জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তা প্রদানের বিষয়ে কপ-২৭, গ্লোবাল মাইগ্রেশান গভর্ন্যান্স এ আলোচনায় এবং বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য প্রদান করেছেন। 

ডিএনসিসি মেয়র বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে মেয়র’স মাইগ্রেশন কাউন্সিলের লিডারশিপ বোর্ডের সদস্য, C-40 সিটির স্টিয়ারিং কমিটির সদস্য এবং C40-MMC টাস্কফোর্সের কো-লীড হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জলবায়ুর স্থিতিস্থাপকতা তৈরিতে ভূমিকা রাখায় আতিকুল ইসলাম ২০২২ সালে ব্লুমবার্গ ফিলানথ্রফিস অ্যাওয়ার্ড অর্জন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত