উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জুতা পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে গতকাল রোববার দিবাগত রাতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ফুল দিতে গেলে এ ঘটনা ঘটে।
পরে উত্তরার আওয়ামী লীগের নেতা-কর্মী, ছাত্রলীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সংসদ সদস্য হাবিব হাসান শহীদ মিনারে ফুল দেওয়ার সময় তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের বেশ কয়েকজনের পায়ে জুতা দেখা যায়। তাদের মধ্যে একজন হলেন হাফেজ মো. শরীফ। তিনি নিজেকে উত্তরা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দাবি করে বলেন, ‘জুতা তো ছিল না। তাড়াহুড়ো ছিল তো তাই। পরে খুলে ওঠা হইছে।’
শরিফ বলেন, ‘আমি এমপি সাহেবের ফুল দেওয়ার ভিডিও করছিলাম। তখন একজন ধাক্কা দিয়ে আমাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে।’
এ ছাড়া ছাত্রলীগের নেতা-কর্মীসহ অনেকের পায়ে জুতা দেখা গেছে। অপরদিকে করোনা মহামারির মাঝেও স্বাস্থ্যবিধি তো দূরের কথা অনেকের মুখে মাস্ক ছিল না।
ডিএনসিসির ৫১ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের ফুল দেওয়ার সময়ও কয়েকজনের পায়ে জুতা দেখা যায়। এ প্রসঙ্গে ইউনিট আওয়ামী লীগের সভাপতি কবীর আহমেদ বলেন, ‘আসলে তাঁরা জানেন না। ভুলে উঠে পড়েছেন।’
উত্তরা ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মহসিন বলেন, ‘ব্যক্তি সচেতনতার অভাবে জুতা নিয়ে শহীদ মিনারে ফুল দিয়েছেন। আমরা বারবার মাইকে বলেছি, জুতা খুলে প্রবেশ করার জন্য। তবু কেউ কেউ শোনেননি।’
শহীদ মিনারে কর্তব্যরত উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) এস এম সামিউল আলম বলেন, ‘যাঁরা জুতা নিয়ে ফুল দিয়েছেন, তাঁদের মধ্যে অবশ্যই অজ্ঞতার অভাব রয়েছে। তাদের মাঝে এতটুকু জ্ঞান-বুদ্ধি থাকা উচিত ছিল।
এসআই বলেন, ‘সবাই চেষ্টা করছেন। কিন্তু ব্যক্তি মানুষ ভুল করছেন।’
রাজধানীর উত্তরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জুতা পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে গতকাল রোববার দিবাগত রাতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ফুল দিতে গেলে এ ঘটনা ঘটে।
পরে উত্তরার আওয়ামী লীগের নেতা-কর্মী, ছাত্রলীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সংসদ সদস্য হাবিব হাসান শহীদ মিনারে ফুল দেওয়ার সময় তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের বেশ কয়েকজনের পায়ে জুতা দেখা যায়। তাদের মধ্যে একজন হলেন হাফেজ মো. শরীফ। তিনি নিজেকে উত্তরা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দাবি করে বলেন, ‘জুতা তো ছিল না। তাড়াহুড়ো ছিল তো তাই। পরে খুলে ওঠা হইছে।’
শরিফ বলেন, ‘আমি এমপি সাহেবের ফুল দেওয়ার ভিডিও করছিলাম। তখন একজন ধাক্কা দিয়ে আমাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে।’
এ ছাড়া ছাত্রলীগের নেতা-কর্মীসহ অনেকের পায়ে জুতা দেখা গেছে। অপরদিকে করোনা মহামারির মাঝেও স্বাস্থ্যবিধি তো দূরের কথা অনেকের মুখে মাস্ক ছিল না।
ডিএনসিসির ৫১ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের ফুল দেওয়ার সময়ও কয়েকজনের পায়ে জুতা দেখা যায়। এ প্রসঙ্গে ইউনিট আওয়ামী লীগের সভাপতি কবীর আহমেদ বলেন, ‘আসলে তাঁরা জানেন না। ভুলে উঠে পড়েছেন।’
উত্তরা ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মহসিন বলেন, ‘ব্যক্তি সচেতনতার অভাবে জুতা নিয়ে শহীদ মিনারে ফুল দিয়েছেন। আমরা বারবার মাইকে বলেছি, জুতা খুলে প্রবেশ করার জন্য। তবু কেউ কেউ শোনেননি।’
শহীদ মিনারে কর্তব্যরত উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) এস এম সামিউল আলম বলেন, ‘যাঁরা জুতা নিয়ে ফুল দিয়েছেন, তাঁদের মধ্যে অবশ্যই অজ্ঞতার অভাব রয়েছে। তাদের মাঝে এতটুকু জ্ঞান-বুদ্ধি থাকা উচিত ছিল।
এসআই বলেন, ‘সবাই চেষ্টা করছেন। কিন্তু ব্যক্তি মানুষ ভুল করছেন।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৭ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৭ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৮ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৮ ঘণ্টা আগে