উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জুতা পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে গতকাল রোববার দিবাগত রাতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ফুল দিতে গেলে এ ঘটনা ঘটে।
পরে উত্তরার আওয়ামী লীগের নেতা-কর্মী, ছাত্রলীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সংসদ সদস্য হাবিব হাসান শহীদ মিনারে ফুল দেওয়ার সময় তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের বেশ কয়েকজনের পায়ে জুতা দেখা যায়। তাদের মধ্যে একজন হলেন হাফেজ মো. শরীফ। তিনি নিজেকে উত্তরা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দাবি করে বলেন, ‘জুতা তো ছিল না। তাড়াহুড়ো ছিল তো তাই। পরে খুলে ওঠা হইছে।’
শরিফ বলেন, ‘আমি এমপি সাহেবের ফুল দেওয়ার ভিডিও করছিলাম। তখন একজন ধাক্কা দিয়ে আমাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে।’
এ ছাড়া ছাত্রলীগের নেতা-কর্মীসহ অনেকের পায়ে জুতা দেখা গেছে। অপরদিকে করোনা মহামারির মাঝেও স্বাস্থ্যবিধি তো দূরের কথা অনেকের মুখে মাস্ক ছিল না।
ডিএনসিসির ৫১ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের ফুল দেওয়ার সময়ও কয়েকজনের পায়ে জুতা দেখা যায়। এ প্রসঙ্গে ইউনিট আওয়ামী লীগের সভাপতি কবীর আহমেদ বলেন, ‘আসলে তাঁরা জানেন না। ভুলে উঠে পড়েছেন।’
উত্তরা ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মহসিন বলেন, ‘ব্যক্তি সচেতনতার অভাবে জুতা নিয়ে শহীদ মিনারে ফুল দিয়েছেন। আমরা বারবার মাইকে বলেছি, জুতা খুলে প্রবেশ করার জন্য। তবু কেউ কেউ শোনেননি।’
শহীদ মিনারে কর্তব্যরত উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) এস এম সামিউল আলম বলেন, ‘যাঁরা জুতা নিয়ে ফুল দিয়েছেন, তাঁদের মধ্যে অবশ্যই অজ্ঞতার অভাব রয়েছে। তাদের মাঝে এতটুকু জ্ঞান-বুদ্ধি থাকা উচিত ছিল।
এসআই বলেন, ‘সবাই চেষ্টা করছেন। কিন্তু ব্যক্তি মানুষ ভুল করছেন।’
রাজধানীর উত্তরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জুতা পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে গতকাল রোববার দিবাগত রাতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ফুল দিতে গেলে এ ঘটনা ঘটে।
পরে উত্তরার আওয়ামী লীগের নেতা-কর্মী, ছাত্রলীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সংসদ সদস্য হাবিব হাসান শহীদ মিনারে ফুল দেওয়ার সময় তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের বেশ কয়েকজনের পায়ে জুতা দেখা যায়। তাদের মধ্যে একজন হলেন হাফেজ মো. শরীফ। তিনি নিজেকে উত্তরা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দাবি করে বলেন, ‘জুতা তো ছিল না। তাড়াহুড়ো ছিল তো তাই। পরে খুলে ওঠা হইছে।’
শরিফ বলেন, ‘আমি এমপি সাহেবের ফুল দেওয়ার ভিডিও করছিলাম। তখন একজন ধাক্কা দিয়ে আমাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে।’
এ ছাড়া ছাত্রলীগের নেতা-কর্মীসহ অনেকের পায়ে জুতা দেখা গেছে। অপরদিকে করোনা মহামারির মাঝেও স্বাস্থ্যবিধি তো দূরের কথা অনেকের মুখে মাস্ক ছিল না।
ডিএনসিসির ৫১ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের ফুল দেওয়ার সময়ও কয়েকজনের পায়ে জুতা দেখা যায়। এ প্রসঙ্গে ইউনিট আওয়ামী লীগের সভাপতি কবীর আহমেদ বলেন, ‘আসলে তাঁরা জানেন না। ভুলে উঠে পড়েছেন।’
উত্তরা ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মহসিন বলেন, ‘ব্যক্তি সচেতনতার অভাবে জুতা নিয়ে শহীদ মিনারে ফুল দিয়েছেন। আমরা বারবার মাইকে বলেছি, জুতা খুলে প্রবেশ করার জন্য। তবু কেউ কেউ শোনেননি।’
শহীদ মিনারে কর্তব্যরত উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) এস এম সামিউল আলম বলেন, ‘যাঁরা জুতা নিয়ে ফুল দিয়েছেন, তাঁদের মধ্যে অবশ্যই অজ্ঞতার অভাব রয়েছে। তাদের মাঝে এতটুকু জ্ঞান-বুদ্ধি থাকা উচিত ছিল।
এসআই বলেন, ‘সবাই চেষ্টা করছেন। কিন্তু ব্যক্তি মানুষ ভুল করছেন।’
ট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
১৪ মিনিট আগেনরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
৩০ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়ন ও কাটাবুনিয়া ৩ নম্বর ওয়ার্ডের মারদোনা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার সুবর্ণচর উপজেলা চত্বরে এই মানববন্ধন হয়। চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির জনগণ এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, খাল দখলমুক্ত না হলে এলাকা
৩৭ মিনিট আগে