উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জুতা পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে গতকাল রোববার দিবাগত রাতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ফুল দিতে গেলে এ ঘটনা ঘটে।
পরে উত্তরার আওয়ামী লীগের নেতা-কর্মী, ছাত্রলীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সংসদ সদস্য হাবিব হাসান শহীদ মিনারে ফুল দেওয়ার সময় তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের বেশ কয়েকজনের পায়ে জুতা দেখা যায়। তাদের মধ্যে একজন হলেন হাফেজ মো. শরীফ। তিনি নিজেকে উত্তরা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দাবি করে বলেন, ‘জুতা তো ছিল না। তাড়াহুড়ো ছিল তো তাই। পরে খুলে ওঠা হইছে।’
শরিফ বলেন, ‘আমি এমপি সাহেবের ফুল দেওয়ার ভিডিও করছিলাম। তখন একজন ধাক্কা দিয়ে আমাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে।’
এ ছাড়া ছাত্রলীগের নেতা-কর্মীসহ অনেকের পায়ে জুতা দেখা গেছে। অপরদিকে করোনা মহামারির মাঝেও স্বাস্থ্যবিধি তো দূরের কথা অনেকের মুখে মাস্ক ছিল না।
ডিএনসিসির ৫১ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের ফুল দেওয়ার সময়ও কয়েকজনের পায়ে জুতা দেখা যায়। এ প্রসঙ্গে ইউনিট আওয়ামী লীগের সভাপতি কবীর আহমেদ বলেন, ‘আসলে তাঁরা জানেন না। ভুলে উঠে পড়েছেন।’
উত্তরা ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মহসিন বলেন, ‘ব্যক্তি সচেতনতার অভাবে জুতা নিয়ে শহীদ মিনারে ফুল দিয়েছেন। আমরা বারবার মাইকে বলেছি, জুতা খুলে প্রবেশ করার জন্য। তবু কেউ কেউ শোনেননি।’
শহীদ মিনারে কর্তব্যরত উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) এস এম সামিউল আলম বলেন, ‘যাঁরা জুতা নিয়ে ফুল দিয়েছেন, তাঁদের মধ্যে অবশ্যই অজ্ঞতার অভাব রয়েছে। তাদের মাঝে এতটুকু জ্ঞান-বুদ্ধি থাকা উচিত ছিল।
এসআই বলেন, ‘সবাই চেষ্টা করছেন। কিন্তু ব্যক্তি মানুষ ভুল করছেন।’
রাজধানীর উত্তরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জুতা পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে গতকাল রোববার দিবাগত রাতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ফুল দিতে গেলে এ ঘটনা ঘটে।
পরে উত্তরার আওয়ামী লীগের নেতা-কর্মী, ছাত্রলীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সংসদ সদস্য হাবিব হাসান শহীদ মিনারে ফুল দেওয়ার সময় তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের বেশ কয়েকজনের পায়ে জুতা দেখা যায়। তাদের মধ্যে একজন হলেন হাফেজ মো. শরীফ। তিনি নিজেকে উত্তরা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দাবি করে বলেন, ‘জুতা তো ছিল না। তাড়াহুড়ো ছিল তো তাই। পরে খুলে ওঠা হইছে।’
শরিফ বলেন, ‘আমি এমপি সাহেবের ফুল দেওয়ার ভিডিও করছিলাম। তখন একজন ধাক্কা দিয়ে আমাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে।’
এ ছাড়া ছাত্রলীগের নেতা-কর্মীসহ অনেকের পায়ে জুতা দেখা গেছে। অপরদিকে করোনা মহামারির মাঝেও স্বাস্থ্যবিধি তো দূরের কথা অনেকের মুখে মাস্ক ছিল না।
ডিএনসিসির ৫১ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের ফুল দেওয়ার সময়ও কয়েকজনের পায়ে জুতা দেখা যায়। এ প্রসঙ্গে ইউনিট আওয়ামী লীগের সভাপতি কবীর আহমেদ বলেন, ‘আসলে তাঁরা জানেন না। ভুলে উঠে পড়েছেন।’
উত্তরা ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মহসিন বলেন, ‘ব্যক্তি সচেতনতার অভাবে জুতা নিয়ে শহীদ মিনারে ফুল দিয়েছেন। আমরা বারবার মাইকে বলেছি, জুতা খুলে প্রবেশ করার জন্য। তবু কেউ কেউ শোনেননি।’
শহীদ মিনারে কর্তব্যরত উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) এস এম সামিউল আলম বলেন, ‘যাঁরা জুতা নিয়ে ফুল দিয়েছেন, তাঁদের মধ্যে অবশ্যই অজ্ঞতার অভাব রয়েছে। তাদের মাঝে এতটুকু জ্ঞান-বুদ্ধি থাকা উচিত ছিল।
এসআই বলেন, ‘সবাই চেষ্টা করছেন। কিন্তু ব্যক্তি মানুষ ভুল করছেন।’
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২১ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩০ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৫ মিনিট আগে