নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীবাসীর বিনোদনের এক নতুন আকর্ষণ মেট্রোরেল। চালু হওয়ার বেশ কয়েক মাস হয়ে গেলেও এখনো অনেকেরই মেট্রোরেলে ওঠার সুযোগ হয়নি। ঈদের দিন অবসর পেয়ে অনেকেই ছুটে এসেছে মেট্রোরেলে চড়তে। আজ মেট্রোরেল চলবে বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
মণিপুরিপাড়া থেকে আগারগাঁওয়ে মেট্রোস্টেশনে এসেছেন শান্তনা গোমেজ। ছেলের বন্ধুদের মায়েরা সবাই একসঙ্গে ঘুরতে এসেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অন্য দিন তো সময় হয় না। বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আবার বান্ধবীদেরও পাওয়া যায় না। আজকে সুযোগ পেয়ে চলে এলাম।’
মোহাম্মদপুর থেকে পরিবারসহ মেট্রোতে চড়তে এসেছেন সোহেল আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আগে চড়েছি, কিন্তু স্ত্রী-সন্তানেরা মেট্রো দেখেনি। তাই তাদের নিয়ে এসেছি। ভেবেছিলাম আজকে একটু ফাঁকা থাকবে, কিন্তু এসে দেখি ভিড়।’
মেট্রোতে উঠতে উন্মুখ হয়ে ছিল সাত বছরের শিশু আফনান। আফনান আজকের পত্রিকাকে বলে, ‘মেট্রোরেলে ওঠার ইচ্ছে অনেক দিনের। খুব খুশি লাগছে এখানে এসে। আরও কয়েক জায়গায় ঘুরতে গেছি।’
মেট্রোরেল আগারগাঁও স্টেশনের এক কর্মকর্তা জানান, ঈদের দিন হওয়ায় ধারণক্ষমতার বেশি লোক সমাগম হয়েছে। ফলে সবাইকে একসঙ্গে ঢুকতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘আজকে প্রচুর ভিড়। সবাই একসঙ্গে ঢুকতে চায়। কিন্তু ভেতরে টিকিট কাটার লাইন ফিলাপ হয়ে আছে। তাই কিছুক্ষণ পরপর গেট বন্ধ রাখা হচ্ছে।’
রাজধানীবাসীর বিনোদনের এক নতুন আকর্ষণ মেট্রোরেল। চালু হওয়ার বেশ কয়েক মাস হয়ে গেলেও এখনো অনেকেরই মেট্রোরেলে ওঠার সুযোগ হয়নি। ঈদের দিন অবসর পেয়ে অনেকেই ছুটে এসেছে মেট্রোরেলে চড়তে। আজ মেট্রোরেল চলবে বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
মণিপুরিপাড়া থেকে আগারগাঁওয়ে মেট্রোস্টেশনে এসেছেন শান্তনা গোমেজ। ছেলের বন্ধুদের মায়েরা সবাই একসঙ্গে ঘুরতে এসেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অন্য দিন তো সময় হয় না। বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আবার বান্ধবীদেরও পাওয়া যায় না। আজকে সুযোগ পেয়ে চলে এলাম।’
মোহাম্মদপুর থেকে পরিবারসহ মেট্রোতে চড়তে এসেছেন সোহেল আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আগে চড়েছি, কিন্তু স্ত্রী-সন্তানেরা মেট্রো দেখেনি। তাই তাদের নিয়ে এসেছি। ভেবেছিলাম আজকে একটু ফাঁকা থাকবে, কিন্তু এসে দেখি ভিড়।’
মেট্রোতে উঠতে উন্মুখ হয়ে ছিল সাত বছরের শিশু আফনান। আফনান আজকের পত্রিকাকে বলে, ‘মেট্রোরেলে ওঠার ইচ্ছে অনেক দিনের। খুব খুশি লাগছে এখানে এসে। আরও কয়েক জায়গায় ঘুরতে গেছি।’
মেট্রোরেল আগারগাঁও স্টেশনের এক কর্মকর্তা জানান, ঈদের দিন হওয়ায় ধারণক্ষমতার বেশি লোক সমাগম হয়েছে। ফলে সবাইকে একসঙ্গে ঢুকতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘আজকে প্রচুর ভিড়। সবাই একসঙ্গে ঢুকতে চায়। কিন্তু ভেতরে টিকিট কাটার লাইন ফিলাপ হয়ে আছে। তাই কিছুক্ষণ পরপর গেট বন্ধ রাখা হচ্ছে।’
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের ঘোষণার দুদিন পরই সিলেট রেলওয়ে স্টেশন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এই অভিযান শুরু হয়। অভিযানে রেলস্টেশনের সামনে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী
৩ মিনিট আগেকলেজটিতে বর্তমানে ১০ জন শিক্ষক ও দুজন কর্মচারী কর্মরত রয়েছেন। কলেজটির পরিচিতি থাকলেও শিক্ষার্থী সংখ্যা মাত্র একজন। চলতি বছর এই একজন শিক্ষার্থী শুধু এক বিষয়ে (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।
২০ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদামের আগুন নেভাতে আরও সময় লাগবে। ভেতর থেকে এখন মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক পানি ও বিষাক্ত গ্যাস বেরিয়ে আসছে। ফলে এই মুহূর্তে ওই এলাকা বিপজ্জনক।
২৩ মিনিট আগেআজ বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ওই তিন ব্যক্তির লাশ হস্তান্তরের কথা রয়েছে। লাশ গ্রহণের জন্য পুলিশ, বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহত ব্যক্তিদের স্বজনেরা উপজেলার গাজীপুর ইউন
২৬ মিনিট আগে