Ajker Patrika

শুরু হয়েছে বাজেট অধিবেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুন ২০২২, ১৭: ৪২
শুরু হয়েছে বাজেট অধিবেশন

একদাশ জাতীয় সংসদের অষ্টাদশ তথা বাজেট অধিবেশন শুরু হয়েছে। আজ রোববার বিকেল ৫টার পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। আগামী ৯ জুন ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করা হবে। 

অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন। তাঁরা হলেন শাসমুল হক টুকু, এ বি তাজুল ইসলাম, মুহিবুর রহমান মানিক, মুজিবুল হক চুন্নু ও শামীমা আক্তার খানম। স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন। 

সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর স্পিকার শোকপ্রস্তাব উত্থাপন করেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে সংসদ। এ ছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। 

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক সংসদ সদস্য জুবেদ আলী, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী, বি এম নজরুল ইসলাম, শাহ জিকরুল আহমেদ, খন্দকার আবদুল জলিল, আশিকা আকবর, পারভীন সুলতানার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। 

এ ছাড়া একুশের গানের রচয়িতা কলামিস্ট আবদুল গাফ্‌ফার চৌধুরী, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজি এ কে এম সামসুদ্দিন, আবৃত্তি শিল্পী হাসান আরিফ, কিশোরগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি শাহ আজিজুল হক, চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক মোস্তফা কামাল পাশা, রংপুরের পীরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান দুলু ও মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী কাজী একরাম উল্লাহ, সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল, বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের (কেকে) মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রে টেক্সাসে একটি প্রাইমারি স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত, নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত, দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে শোক প্রকাশ করা হয়। শোকপ্রস্তাব উপস্থাপনের পর এক মিনিট নীরবতা পালন এবং মোনাজাত করা হয়। 

এ অধিবেশনে আগামী বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট পেশ ও পাস করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন। বাজেট নিয়ে দীর্ঘ আলোচনা শেষে আগামী ২৯ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীর বাজেট সমাপনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ৩০ জুন পাস করা হবে চলতি অর্থবছরের বাজেট। তবে, এরপরও কয়েক দিন আলোচনা চলতে পারে বলে জানা গেছে। 

নিয়ম অনুযায়ী বাজেট অধিবেশন দীর্ঘ হয়ে থাকে। সব দলের সংসদ সদস্যরা যাতে বাজেট আলোচনায় অংশ নিতে পারেন তা নিশ্চিত করা হবে। বাজেট ছাড়াও পাসের অপেক্ষায় থাকা ১০টি বিলের মধ্যে বেশ কয়েকটি পাস হবে বলেও জানিয়েছেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। 
 
সংসদের গত অধিবেশনে বহুল আলোচিত গণমাধ্যম কর্মী বিল জাতীয় সংসদে উপস্থাপন করা। পরে বিলটির ওপর ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পাঠানো হয়। বিলটি চলতি অধিবেশনে পাসের জন্য সংসদে ওঠানো হবে কি-না তা আজকের কার্য-উপদেষ্টা বৈঠকে চূড়ান্ত করা হবে বলে জানান প্রধান হুইপ। 

একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন গত ২৮ মার্চে শুরু হয়ে চলে ৬ এপ্রিল পর্যন্ত। ৮ কার্যদিবসের অধিবেশনে ১০টি স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপিত হয়। এ ছাড়া, জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় আনীত প্রস্তাব (সাধারণ) এর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শাজাহান খান এ প্রস্তাবটি উত্থাপন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত