Ajker Patrika

মিরপুরে যৌথ অভিযানে যুবলীগের ৮ জন গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
Thumbnail image

সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর মিরপুরে যৌথ অভিযান চালিয়ে যুবলীগের ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে ভোর পর্যন্ত মিরপুরের পল্লবী ও রূপনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ বুধবার (৯ অক্টোবর) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন মিরপুর আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা। 

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মফিজ (৫৫), মো. হাসান (৩০), যুবলীগ নেতা মো. রহিমের অনুসারী মো. সানি (২৮), মো. সাকিব (২২), মো. রাহিম (২২), মো. ইকবাল (১৭), মো. সুজন (৩২) ও মো. সিয়াম (২৪)। 

গ্রেপ্তারের বিষয়ে মিরপুর আর্মি ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া ৮ জনের মধ্যে দুজন মিরপুরের কুখ্যাত সন্ত্রাসী, চিহ্নিত চাঁদাবাজ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি।’ 

তিনি বলেন, ‘বাকি ছয় জনের মধ্যে চারজন যুবলীগের রহিমের অনুযারী এবং গত ৪ ও ৫ আগস্ট সক্রিয়ভাবে ছাত্র-জনতার উপর হামলা চালিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। এছাড়াও যুবলীগ নেতা রহিমের সঙ্গে তাদের বিভিন্ন সময়ের ছবিও রয়েছে।’ মিরপুরে যৌথ অভিযানে গ্রেপ্তারকৃতরা। ছবি: সংগৃহীত ওই সেনা কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তার হওয়া ৮ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার নিতে পল্লবী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

এ বিষয়ে ডিএমপির পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া ৮ জনের মধ্যে দুজনের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল (বৃহস্পতিবার) আদালতে পাঠানো হবে। বাকি ছয়জন চুরিসহ বিভিন্ন মামলার আসামি। যার বিরুদ্ধে যে মামলা রয়েছে, তাঁকে ওই মামলায় আজ (বুধবার) আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত