Ajker Patrika

উত্তরখানে সেফটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ব্যক্তির মৃত্যু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১১: ৪১
উত্তরখানে সেফটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ব্যক্তির মৃত্যু

রাজধানীর উত্তরখানে টয়লেটের সেফটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১০টায় তিনি মারা যান। তাঁর শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ আজকের পত্রিকাকে মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে উত্তরখানের বড় বাগের ১০২/সি নম্বর বাসায় শুক্রবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। 

নিহত ওই বৃদ্ধা হলেন শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার মৃত হজরত আলীর ছেলে। বর্তমানে পরিবার নিয়ে উত্তরখানের বড় বাগের ওই বাসায় ভাড়া থাকতেন। 

আব্দুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী ওই রাতে টয়লেটে গেলে হঠাৎ টয়লেটের সেফটিক ট্যাংকের জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান স্বজনেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত