জাবি প্রতিনিধি
বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে এই মানববন্ধন করেন তাঁরা।
এ সময় বিভাগের শিক্ষকেরা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার মুন্নার সঞ্চালনায় শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য দেন। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।
বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী সানজিদা খানম বলেন, ‘কয়েক দিন ধরে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মাধ্যমে প্রমাণিত হয় অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। আমাদের এই মানববন্ধন থেকে বলতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে আমরা আমাদের ক্লাস-পরীক্ষা বর্জন করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না।’
বিভাগের সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। যার ফলে ধর্ষণের মতো ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এর প্রধান কারণ হচ্ছে, আগের ঘটে যাওয়া ঘটনাগুলোর কোনো দৃষ্টান্তমূলক বিচার আমরা করতে পারি নাই। সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ধর্ষকের বিচারের দাবিতে মাঠে নেমে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই, অতি দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমাদের দেশকে আমাদেরই রক্ষা করতে হবে।’
সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম বলেন, ‘আমরা সবাই জানি, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু এখন পর্যন্ত আমরা এর বাস্তবায়ন দেখতে পাই নাই। যে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সমাজে সেই অপরাধের অস্তিত্বই থাকা উচিত না। কিন্তু এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। আমরা নিকটতম সময়ে এর কোনো প্রতিকার দেখতে পাইনি, আমরা কোনো রায় শুনিনি যেখানে ধর্ষকের ফাঁসি হয়েছে বা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। কিছুদিন পরপর এ রকম ঘটনা ঘটবে, আমরা প্রতিবাদ জানাব আর রাষ্ট্র শুধু শুনে যাবে—এই পরিস্থিতির সমাপ্তি ঘটাতে হবে। জুলাই-আগস্টে আমরা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের দমন করেছি, এবারের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে ধর্ষকদের নির্মূল করতে চাই।’
বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে এই মানববন্ধন করেন তাঁরা।
এ সময় বিভাগের শিক্ষকেরা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার মুন্নার সঞ্চালনায় শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য দেন। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।
বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী সানজিদা খানম বলেন, ‘কয়েক দিন ধরে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মাধ্যমে প্রমাণিত হয় অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। আমাদের এই মানববন্ধন থেকে বলতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে আমরা আমাদের ক্লাস-পরীক্ষা বর্জন করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না।’
বিভাগের সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। যার ফলে ধর্ষণের মতো ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এর প্রধান কারণ হচ্ছে, আগের ঘটে যাওয়া ঘটনাগুলোর কোনো দৃষ্টান্তমূলক বিচার আমরা করতে পারি নাই। সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ধর্ষকের বিচারের দাবিতে মাঠে নেমে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই, অতি দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমাদের দেশকে আমাদেরই রক্ষা করতে হবে।’
সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম বলেন, ‘আমরা সবাই জানি, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু এখন পর্যন্ত আমরা এর বাস্তবায়ন দেখতে পাই নাই। যে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সমাজে সেই অপরাধের অস্তিত্বই থাকা উচিত না। কিন্তু এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। আমরা নিকটতম সময়ে এর কোনো প্রতিকার দেখতে পাইনি, আমরা কোনো রায় শুনিনি যেখানে ধর্ষকের ফাঁসি হয়েছে বা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। কিছুদিন পরপর এ রকম ঘটনা ঘটবে, আমরা প্রতিবাদ জানাব আর রাষ্ট্র শুধু শুনে যাবে—এই পরিস্থিতির সমাপ্তি ঘটাতে হবে। জুলাই-আগস্টে আমরা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের দমন করেছি, এবারের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে ধর্ষকদের নির্মূল করতে চাই।’
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
৫ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৬ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৬ ঘণ্টা আগে