Ajker Patrika

এয়ারবাস থেকে উড়োজাহাজ ক্রয়ের পরিকল্পনা রয়েছে: বিমান প্রতিমন্ত্রী

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ১৫
এয়ারবাস থেকে উড়োজাহাজ ক্রয়ের পরিকল্পনা রয়েছে: বিমান প্রতিমন্ত্রী

উড়োজাহাজ প্রস্তুতকারী অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান এয়ারবাস থেকে উড়োজাহাজ ক্রয়ের পরিকল্পনা রয়েছে সরকারের। তবে কতটি উড়োজাহাজ কেনা হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে সে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ অ্যাভিয়েশন সামিট ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের আলোচনা শুধু উড়োজাহাজ কেনার বিষয়ে, তা বলা যাবে না। এখানে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে উড়োজাহাজ খাতে ফ্রান্স ও যুক্তরাজ্যের অভিজ্ঞতা আমরা কীভাবে কাজে লাগাতে পারি, সেটিও আলোচনায় স্থান পাবে। তাতে অ্যাভিয়েশন খাতের শিক্ষা ও প্রশিক্ষণের মতো বিষয় থাকবে।’

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর একই হোটেলে এয়ারবাস ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তাদের মধ্যে এ সম্পর্কিত একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন। 

অ্যাভিয়েশন সামিটে যুক্তরাজ্য সরকারের পক্ষে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রুশনারা আলী উপস্থিত ছিলেন। এ ছাড়া এয়ারবাসের প্রতিনিধিদল, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসডুপুই প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, এয়ারবাস পৃথিবীর অন্যতম বৃহৎ উড়োজাহাজ প্রস্তুতকারী সংস্থা, যারা বাণিজ্যিক উড়োজাহাজের নকশা, নির্মাণ ও বিপণন করে। এটির ইউরোপভিত্তিক এবং ফ্রান্স, ব্রিটেন ও স্পেনে তাদের বড় অফিস ও সংযোজন কারখানা রয়েছে। এয়ারবাসের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং, যাদের কাছ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বহরে থাকা নতুন উড়োজাহাজগুলো কিনেছে। 

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, শুধু বাংলাদেশে ব্যবসা করতে আসেনি এয়ারবাস। বাংলাদেশের অ্যাভিয়েশন খাতে প্রযুক্তি বিনিময়ের পাশাপাশি শিক্ষা ও দক্ষতাবিষয়ক সহায়তাও দিতে চায় তারা। এর মাধ্যমে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে অ্যাভিয়েশন খাত নিয়ে যোগাযোগ আরও গভীর হবে। 

অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত রুশনারা আলী বলেন, বাংলাদেশের অ্যাভিয়েশনকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাজ্য। ইউরোপের বিভিন্ন দেশের অ্যাভিয়েশনের সেবার অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত