Ajker Patrika

এবার ঈদে ঢাকা ছেড়েছে প্রায় ২০ লাখ কম সিম

অনলাইন ডেস্ক
আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ২২: ৫৩
Thumbnail image

চলতি ঈদুল ফিতরে রাজধানী ঢাকা থেকে ঘরে ফেরা মানুষের সংখ্যা গত বছরের চেয়ে কম। গত মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে গতকাল (২০ এপ্রিল) পর্যন্ত তিন দিনে ঢাকার বাইরে গেছে ৫৩ লাখ ৫৪ হাজার ৮৩২টি সক্রিয় মোবাইল সিম। যা গত বছরের চেয়ে প্রায় ২০ লাখ কম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। গত বছর ঈদুল ফিতরে ৭৩ লাখ সিম ঢাকার বাইরে গিয়েছিল।

আজ শুক্রবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, গত মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের ৫৩ লাখ ৫৪ হাজার ৮৩২টি সক্রিয় মোবাইল সিমের গ্রাহক ঢাকা ছেড়েছেন। যার মধ্যে মঙ্গলবার ঢাকা থেকে বের হয়েছে ১২ লাখ ২৮ হাজার ২৭৮টি সিম। বুধবার ঢাকা ছেড়েছে ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫টি সিম। গতকাল বৃহস্পতিবার ঢাকা ছেড়েছে ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯টি সিম। একই সময়ে ঢাকা এসেছে ১৯ লাখ ৫ হাজার ৯০২টি সক্রিয় সিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত