Ajker Patrika

মামলা দেওয়া শুরু করেছে ট্রাফিক পুলিশ, একদিনে ৩৫ লাখ জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মামলা দেওয়া শুরু করেছে ট্রাফিক পুলিশ, একদিনে ৩৫ লাখ জরিমানা

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর কার্যত অকার্যকর হয়ে পড়েছিল পুলিশ বাহিনী। এর নেতিবাচক প্রভাব পড়েছিল ট্রাফিক শৃঙ্খলায়ও। তবে রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে আবারও কাজ শুরু করেছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। গতকাল সোমবার রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭৭৬টি মামলা এবং ৩৫ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। 

পুলিশ কর্মকর্তা বলেন, ’সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। গতকাল সোমবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭৭৬টি মামলা করা হয়েছে। এতে ৩৫ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা টাকার মধ্যে ৭ লাখ ৯৩ হাজার ৬০০ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।’ 

এদিকে মামলা ও জরিমানা করা ছাড়াও অভিযানে ৬০টি গাড়ি ডাম্পিং ও ৪০টি গাড়ি রেকার করা হয়েছে বলেও জানিয়েছে মুহাম্মদ তালেবুর রহমান। ডিএমপির ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করে। 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত