Ajker Patrika

গরু চুরির পর কৃষক লীগের নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ২০: ১৫
গরু চুরির পর কৃষক লীগের নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ঢাকার কেরানীগঞ্জে গরু চুরির অভিযোগে মো. জনি (৫০) নামে এক কৃষক লীগের নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। জনি ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের প্রচার সম্পাদক। 
 
গরুর মালিক ফুল মিয়া জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় গোয়ালে গরু না পেয়ে এলাকায় মাইকিং করেন। অনেক খোঁজাখুঁজির পরও গরুটি পাওয়া যায়নি। এরপর বিকেলে তাঁর মেয়ে রেশমা জনির বাসার সামনে দিয়ে যাওয়ার সময় তাঁদের বাড়িতে গরুর মাংস কাটার শব্দ শোনেন। বাড়ির মূল ফটকের ফুটা দিয়ে তিনি দেখতে পান ভেতরে রক্ত ও গরুর চামড়া পড়ে আছে। রেশমা বেগম চিৎকার দিয়ে দৌড় দিলে জনি তাঁকে ধরতে পেছনে পেছনে দৌড় দেন। ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই এলাকাবাসী জনির বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে জনিকে আটক করে পিটুনি দেয়। পরে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। জনির বাড়ি থেকে গরুর মাংস উদ্ধার করা হয়েছে। 
 
স্থানীয় ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে আমি শুনেছি। চোরকে এলাকাবাসী মারধর দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে।’ 

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খালিদুর রহমান বলেন, ‘এলাকাবাসী গণধোলাই দিয়ে তাঁকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় থানায় একটি মামলা নিয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত