সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের নির্মাণাধীন ক্যানসার হাসপাতালের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ১৬ জন নির্মাণশ্রমিক আহত হয়েছেন। আজ শুক্রবার হাসপাতাল ভবনের ১২ তলার ছাদ ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
এ বিষয়ে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে মেডিকেল ইনস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় ওই ভবনটি নির্মাণ হচ্ছে। ছাদ ধসের বিষয়টি আমি শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে ভবনের ১২ তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ছাদের আংশিক ঢালাই শেষ হতে না হতেই হঠাৎ ধসে পড়ে। এ সময় ১৬ জন শ্রমিক আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢালাইয়ের সেন্টারিং এ কোনো ত্রুটি ছিল। সে কারণে ছাদ ধসে পরতে পারে। আমরা ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। সেখানকার ফোরম্যান ও ইঞ্জিনিয়ারের কাছ থেকে যে তথ্য পেয়েছি তাতে কেউ নিখোঁজ নেই।’
তিনি আরও বলেন, ‘ভবনটি মূলত ১০ তলার হলেও এর বেসমেন্ট আরও দুইটি ফ্লোর রয়েছে। সেগুলোসহ এটি ১২ তলা ভবন। সেই ১২ তলার ছাদের ঢালাই শুরু হলে আংশিক ভেঙে পড়ে। সেখানেই আহত হন নির্মাণ শ্রমিকেরা।’
রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জ শফিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে ভবনটির কাজ বন্ধ রয়েছে। এটি আসলে ক্যানসার হাসপাতালের নির্মাণাধীন ভবন।’
তিনি আরও বলেন, ‘আমি খোঁজ নিয়ে দেখেছি, আহত যারা হাসপাতালে গিয়েছিলেন সবাইকেই রিলিজ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাদরুজ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের কেপিজে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে রাশেদুল নামের এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।’
সাভারের আশুলিয়ায় পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের নির্মাণাধীন ক্যানসার হাসপাতালের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ১৬ জন নির্মাণশ্রমিক আহত হয়েছেন। আজ শুক্রবার হাসপাতাল ভবনের ১২ তলার ছাদ ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
এ বিষয়ে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে মেডিকেল ইনস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় ওই ভবনটি নির্মাণ হচ্ছে। ছাদ ধসের বিষয়টি আমি শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে ভবনের ১২ তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ছাদের আংশিক ঢালাই শেষ হতে না হতেই হঠাৎ ধসে পড়ে। এ সময় ১৬ জন শ্রমিক আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢালাইয়ের সেন্টারিং এ কোনো ত্রুটি ছিল। সে কারণে ছাদ ধসে পরতে পারে। আমরা ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। সেখানকার ফোরম্যান ও ইঞ্জিনিয়ারের কাছ থেকে যে তথ্য পেয়েছি তাতে কেউ নিখোঁজ নেই।’
তিনি আরও বলেন, ‘ভবনটি মূলত ১০ তলার হলেও এর বেসমেন্ট আরও দুইটি ফ্লোর রয়েছে। সেগুলোসহ এটি ১২ তলা ভবন। সেই ১২ তলার ছাদের ঢালাই শুরু হলে আংশিক ভেঙে পড়ে। সেখানেই আহত হন নির্মাণ শ্রমিকেরা।’
রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জ শফিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে ভবনটির কাজ বন্ধ রয়েছে। এটি আসলে ক্যানসার হাসপাতালের নির্মাণাধীন ভবন।’
তিনি আরও বলেন, ‘আমি খোঁজ নিয়ে দেখেছি, আহত যারা হাসপাতালে গিয়েছিলেন সবাইকেই রিলিজ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাদরুজ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের কেপিজে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে রাশেদুল নামের এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।’
সরেজমিনে দেখা যায়, বেড়িবাঁধের ভেতরের পানি নিষ্কাশন না হওয়ায় গত কয়েক দিনের টানা বর্ষণে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও, বাটপাড়া, কাজীপাড়া, দরগাবাড়ী, খিদিরপুরসহ প্রায় ১০ গ্রামে দেখা দিয়েছে কৃত্রিম বন্যা। তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি ও বাড়ির উঠান। অনেকের ঘরের ভেতরে ঢুকে গেছে পানি। ফলে পানিবন্দী হয়ে
৩ মিনিট আগেছাত্রীকে অশালীন ইঙ্গিতের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক রুবেল আনছারকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য
৯ মিনিট আগেজেলা প্রশাসক আরও জানান, এই লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারসহ আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে। তিনি বলেন, ‘এই অপরাধের সঙ্গে জড়িত জলযান এবং পরিবহনগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাদের একটি নির্দিষ্ট সময়সীমা দেব, এরপরও যদি তারা এই কাজে জড়িত থাকে, ত
২০ মিনিট আগেকিশোরগঞ্জের ইটনা মিনি স্টেডিয়ামে বাজি (জুয়া) ধরে খেলার আয়োজন বন্ধ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। তাদের ঠেকাতে গিয়ে পুলিশ ও আনসারের ৯ সদস্য আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ আবাসিক এলাকায় এই হামলা হয়। আক্রমণকারীরা বাসভবনের ফটক ভেঙে ভেতরে ঢোকার
৩০ মিনিট আগে