Ajker Patrika

যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থী ইরফান ভুঁইয়া নিহত 

যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থী ইরফান ভুঁইয়া নিহত 

যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ইরফান ভুঁইয়া (২১) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থী ছিলেন। তাঁর লাশ এখন পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতাল রয়েছে বলে জানা গেছে। 

এর আগে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ীতে শটগানের গুলিতে রিকশাচালক নিহত হন। 

নিহত ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা রেজাউল করিম অনিক জানান, বিকেলে যাত্রাবাড়ী শনির আখড়া রোডের ফলপট্টির সামনে সংঘর্ষ চলছিল। এ সময় পুলিশ এলোপাতাড়ি গুলি করে। তখন ওই যুবক গুলিতে আহত হয়ে সড়কে পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে আসলে মারা যান। নিহত ওই যুবক রিকশাচালক ছিল। ঘটনার সময় তিনি রিকশা চালিয়ে যাচ্ছিল। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত