Ajker Patrika

উত্তরায় বাড়ির গ্যারেজে রক্তের ছোপ, নিখোঁজ কেয়ারটেকার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ২২
গ্যারেজে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র ও মেঝেতে রক্তের ছোপ। ছবি: আজকের পত্রিকা
গ্যারেজে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র ও মেঝেতে রক্তের ছোপ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরার একটি বাড়ির কেয়ারটেকার নিখোঁজ হয়েছেন। উত্তরা ৫ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের মনিকা নামের ৪ নম্বর বাড়ির নিচতলার গ্যারেজে থাকতেন তিনি। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে সেখানে তাঁকে পাওয়া যায়নি। তবে গ্যারেজে থাকা তাঁর বিছানাপত্র ছড়িয়ে-ছিটিয়ে ও মেঝেতে রক্তের ছোপ দেখা গেছে।

পরে খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে যায় উত্তরা পশ্চিম থানার পুলিশ। তারপর আলামত সংগ্রহ ও তদন্তে সহযোগিতার জন্য অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম আলামত সংগ্রহ করে নিয়ে যায়।

নিখোঁজ ওই কেয়ারটেকার হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব নড়াইল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ওই বাড়িটিতে ২০ বছর ধরে কেয়ারটেকার হিসেবে কর্মরত রয়েছেন।

মনিকা নামের ওই ভবনের মালিক মোছা. মেহেরুন্নেছা। কেয়ারটেকার নিখোঁজ প্রসঙ্গে জানতে চাইলে তাঁর ছেলে খালেদ মাহমুদ মোবাইলে আজকের পত্রিকাকে বলেন, ‘আপনি পুলিশের সাথে কথা বলেন, নিচে পুলিশ আছে।’

ওই চারতলা বাড়ির সামনে আজ সন্ধ্যায় গিয়ে দেখা যায়, কেয়ারটেকারের প্রতিবেশী ও স্বজনেরা বাড়ির সামনে অবস্থান করলেও তাঁদের কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অবস্থানকারী নারীরা বলেন, ‘আমরা তো গরিব মানুষ। তাই আমাদের কেউ মূল্য দেয় না। আজ যদি বড়লোক কেউ হতো, তাহলে তোলপাড় শুরু হয়ে যেত।’

বাড়িটির সামনে একটি সিসিটিভি ক্যামেরা থাকলেও সেটি নষ্ট বলে জানিয়েছে পুলিশ। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ তল্লাশি করে দেখা হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনাস্থলের ওই বাড়ির সামনে পুলিশের দুটি গাড়িতে বেশ কয়েকজন পুলিশকে অবস্থান করতে দেখা যায়। সেই সঙ্গে ঘটনাস্থলের ওই গ্যারেজে পিএসআই নাসিমকে পাহারায় বসা অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন, ‘সিআইডির একটি টিম আলামত সংগ্রহ করে নিয়ে গেছে। গ্যারেজের বেডের পাশের ছিটিয়ে থাকা রক্ত আসলে মানুষের নাকি অন্য কিছুর তা পরীক্ষা করে দেখা হচ্ছে।’

খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে সিআইডি। ছবি: আজকের পত্রিকা
খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে সিআইডি। ছবি: আজকের পত্রিকা

গাড়ির গ্যারেজে ঢুকে দেখা যায়, একটি বেড রয়েছে। পাশেই একটি চেয়ারে টিভি রাখা। বেডের মশারি এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। মেঝেতে রক্তের ছোপ ছোপ দাগ। বেডটাও এলোমেলো। দেখে মনে হচ্ছে, সেখানে ধস্তাধস্তি করা হয়েছে। বেডের নিচে পড়ে রয়েছে কেয়ারটেকার রিয়াজের এক জোড়া কালো জুতা।

এদিকে ওই বাড়ির নিচতলার বাসিন্দা ব্যবসায়ী আরিফুল হল সজল বলেন, ‘সকাল পৌনে ৮টার দিকে চাচি (কেয়ারটেকার রিয়াজের স্ত্রী) আসছিলেন। এসেই দেখেন রুম এলোমেলো, চাচা (কেয়ারটেকার) নেই। পরে খবর দেওয়া হলে বেলা ১১টার দিকে পুলিশ আসে।’

আরিফুল হক সজল বলেন, ‘গতকাল রাতে (বৃহস্পতিবার দিবাগত) আমরা কোনো সাড়াশব্দ পাইনি। চাচি আসার পর বিষয়টি জানতে পেরেছি।’

বাড়ির সামনে আজ শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশীদের ভিড় দেখা যায়। ছবি: আজকের পত্রিকা
বাড়ির সামনে আজ শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশীদের ভিড় দেখা যায়। ছবি: আজকের পত্রিকা

সজল বলেন, ‘উনার সাথে কারও শত্রুতা নেই। যদিও কেউ থেকে থাকে, তাহলে মাথার ওপরে আছে। আমার, আপনার কারও জানা নেই।’

পাশের বাড়ির কেয়ারটেকার ওলিউর রহমান বলেন, ‘আমরাও আতঙ্কে রয়েছি। আসলে কী হয়েছে, সেটা বুঝতে পারছি না।’

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘কেয়ারটেকার নিখোঁজের ঘটনায় আমরা কাজ করছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এক প্রশ্নের জবাবে ওসি হাফিজ বলেন, ‘বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ নেই। আশপাশে আমরা খুঁজে দেখছি। তিনি কোথায়, কী অবস্থায় আছেন, তা বের করার জন্য তদন্ত করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্যটন শুরু কাল: সেন্ট মার্টিনে জাহাজ চালাবেন না মালিকেরা

ময়মনসিংহের নান্দাইল: শত বছরের হাইত উৎসবে মাছশিকারিদের ঢল

১৬ ডিসেম্বরের পর পুরোনো ও নতুন মোবাইল ফোনের রেজিস্ট্রেশন হবে যেভাবে

১৪ বছরের মেয়ে যেন নির্বিঘ্নে ভিডিও বানাতে পারে, তাই দেশ ছাড়ল ইনফ্লুয়েন্সার পরিবার

টিসিবির ফ্যামিলি কার্ড: স্বল্পমূল্যের পণ্যবঞ্চিত দেড় কোটির বেশি দরিদ্র মানুষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

মুন্সিগঞ্জে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার তিন, ককটেল ও চাকু জব্দ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
ককটেল ও চাকুসহ গ্রেপ্তার দুজন। ছবি: আজকের পত্রিকা
ককটেল ও চাকুসহ গ্রেপ্তার দুজন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭টি তাজা ককটেল এবং দুটি সুইচ গিয়ার চাকুসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে হত্যা মামলার এক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব ও মধ্যমাকহাটি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাসির সর্দার (৪২) ও আল-আমিন ব্যাপারী (২২)। এ ছাড়া ছানা মাঝি হত্যা মামলার ৯ নম্বর আসামি কাওসার (২৪) গ্রেপ্তার হন।

গ্রেপ্তার হওয়া নাসির সর্দার উপজেলার পূর্ব মাকহাটি গ্রামের নুরু মিয়া সর্দারের ছেলে, আল-আমিন ব্যাপারী একই গ্রামের দীন ইসলাম ব্যাপারীর ছেলে ও কাওসার একই ইউনিয়নের মধ্যমাকহাটির সানাউল্লাহর ছেলে।

আজ দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। তিনি জানান, ভোরে প্রথমে পূর্ব মাকহাটি এলাকার মিল্টন মল্লিকের দোতলা ভবনের নিচতলায় অভিযান চালিয়ে ৭টি তাজা ককটেল ও দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এ সময় নাসির ও আল-আমিনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। পরে একই ইউনিয়নের মধ্যমাকহাটি এলাকার বাবু মাঝির বাড়িতে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি কাওসারকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্যটন শুরু কাল: সেন্ট মার্টিনে জাহাজ চালাবেন না মালিকেরা

ময়মনসিংহের নান্দাইল: শত বছরের হাইত উৎসবে মাছশিকারিদের ঢল

১৬ ডিসেম্বরের পর পুরোনো ও নতুন মোবাইল ফোনের রেজিস্ট্রেশন হবে যেভাবে

১৪ বছরের মেয়ে যেন নির্বিঘ্নে ভিডিও বানাতে পারে, তাই দেশ ছাড়ল ইনফ্লুয়েন্সার পরিবার

টিসিবির ফ্যামিলি কার্ড: স্বল্পমূল্যের পণ্যবঞ্চিত দেড় কোটির বেশি দরিদ্র মানুষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীকে থাপ্পড় দেওয়ায় ছাত্রদল নেতাকে ক্লাস-পরীক্ষায় অংশ না নেওয়ার নির্দেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি  
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীকে থাপ্পড় দেওয়ায় ছাত্রদল নেতাকে ক্লাস-পরীক্ষায় অংশ না নেওয়ার নির্দেশ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের এক শিক্ষার্থীকে থাপ্পড় মারার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় গাজীকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হৃদয় গাজী ম্যানেজমেন্ট বিভাগের জাহিদুল ইসলামকে মারধর করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগ দিলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে প্রক্টরিয়াল বডির সিদ্ধান্তে এবং উপাচার্য ও উপ-উপাচার্যের নির্দেশক্রমে হৃদয় গাজীকে ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বহাল থাকবে।

আজ বেলা ৩টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ফেসবুকে পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সমস্যা হয়েছিল। গতকাল কয়েকজন শিক্ষার্থী আমাদের বিষয়টি জানায় এবং পরে লিখিত অভিযোগ করে। বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশ বজায় রাখতে আপাতত হৃদয় গাজীকে একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। দু-এক দিনের মধ্যে বসে বিষয়টি মীমাংসা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্যটন শুরু কাল: সেন্ট মার্টিনে জাহাজ চালাবেন না মালিকেরা

ময়মনসিংহের নান্দাইল: শত বছরের হাইত উৎসবে মাছশিকারিদের ঢল

১৬ ডিসেম্বরের পর পুরোনো ও নতুন মোবাইল ফোনের রেজিস্ট্রেশন হবে যেভাবে

১৪ বছরের মেয়ে যেন নির্বিঘ্নে ভিডিও বানাতে পারে, তাই দেশ ছাড়ল ইনফ্লুয়েন্সার পরিবার

টিসিবির ফ্যামিলি কার্ড: স্বল্পমূল্যের পণ্যবঞ্চিত দেড় কোটির বেশি দরিদ্র মানুষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বিএনপির অবস্থান ফেব্রুয়ারির নির্বাচনকে ঝুঁকিতে ফেলছে: ডা. তাহের

 কুমিল্লা প্রতিনিধি 
কুমিল্লায় আজ শুক্রবার একটি সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লায় আজ শুক্রবার একটি সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘সংস্কার প্রক্রিয়া থেকে সরে গিয়ে বিএনপি জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা উপেক্ষা করে বিএনপি এমন এক অবস্থান নিয়েছে, যা ফেব্রুয়ারির নির্বাচনকে ঝুঁকিতে ফেলছে।’

আজ শুক্রবার সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে চৌদ্দগ্রামের কেন্দ্র পরিচালকদের সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন।

তাহের বলেন, ‘জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা ও রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে দেশের প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গে একাধিক দফা সংলাপ হয়েছে। সংস্কার প্রশ্নে সব দলের মধ্যে যে সমঝোতা তৈরি হয়েছিল, বিএনপির হঠাৎ ভিন্ন সুর সেই ঐক্যে আঘাত করেছে। তারা কি আবার সেই ব্যর্থ শাসন ও দমন-পীড়নের অতীতে ফিরে যেতে চায়?’

জামায়াতের জ্যেষ্ঠ এই নেতা আরও বলেন, ‘জাতীয় নির্বাচন না হলে বিদেশে পালিয়ে থাকা ষড়যন্ত্রকারী মহল সুযোগ নেবে। দেশে অস্থিরতা তৈরি করে জনগণের অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা আবার মাথাচাড়া দেবে। দেশের মানুষ আর কোনো অন্ধকার শাসনে ফিরে যেতে রাজি নয়।’

তাহের সতর্ক করে বলেন, ‘সংস্কার, আরপিও সংশোধন ও গণভোট—এই তিন অঙ্গীকারেই স্থির থাকতে হবে। কোনো দল জন-আকাঙ্ক্ষা বিরুদ্ধে গিয়ে অপকৌশল করলে জনগণ রাস্তায় নামবে। দেশের মানুষ গণ-আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছে।’

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘ঘোষণা অনুযায়ী নিরপেক্ষ ভূমিকা থেকে কেউ সরে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যারা নির্বাচন আয়োজন করবেন, তাঁদের নিরপেক্ষতার সামান্য বিচ্যুতিও সন্দেহ তৈরি করবে। জনগণের আস্থা হারালে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।’

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমির আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, সাবেক উপজেলা জামায়াতের আমির ভিপি সাহাব উদ্দিন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহীম, আয়ুব আলী ফরায়েজী, সাবেক উপজেলা দক্ষিণ আমির শাহ মিজানুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, পৌর সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্যটন শুরু কাল: সেন্ট মার্টিনে জাহাজ চালাবেন না মালিকেরা

ময়মনসিংহের নান্দাইল: শত বছরের হাইত উৎসবে মাছশিকারিদের ঢল

১৬ ডিসেম্বরের পর পুরোনো ও নতুন মোবাইল ফোনের রেজিস্ট্রেশন হবে যেভাবে

১৪ বছরের মেয়ে যেন নির্বিঘ্নে ভিডিও বানাতে পারে, তাই দেশ ছাড়ল ইনফ্লুয়েন্সার পরিবার

টিসিবির ফ্যামিলি কার্ড: স্বল্পমূল্যের পণ্যবঞ্চিত দেড় কোটির বেশি দরিদ্র মানুষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

নির্বাচন ঠেকানোর কোনো শক্তি নাই: শফিকুল আলম

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১৫: ৫৭
আজ দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: আজকের পত্রিকা
আজ দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবে, একেক পার্টি একেক কথা বলবে, এটাই নিয়ম; সারা বিশ্বে এমনই হয়। কিন্তু কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না। ১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ, অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এটাকে ঠেকানোর কোনো শক্তি নাই।’

আজ শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় অডিটরিয়ামে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত ‘মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুল আলম এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে অনেকগুলো বড় কাজ করেছে। সকলকে ধৈর্য ধারণ করতে হবে। প্রধান উপদেষ্টা দেশের মানুষের মঙ্গলে, গণতন্ত্রের স্বার্থে এবং সকল দলের জন্য মঙ্গল—এমন সব কাজই করবে। ইতিমধ্যে সরকার জুলাই সনদ ডিক্লার (ঘোষণা) করেছে, জুলাই সনদে স্বাক্ষর হয়েছে। এর আগে অনেকগুলো কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে, অর্থনীতিকে পুনরুদ্ধার করা গেছে, ট্রায়ালের কাজগুলোও হচ্ছে।’

‘মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শফিকুল আলম। ছবি: আজকের পত্রিকা
‘মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শফিকুল আলম। ছবি: আজকের পত্রিকা

প্রেস সচিব জানান, ‘আগামী ১৩ তারিখ কোর্ট হয়তো শেখ হাসিনার বিচারের দিনক্ষণ জানাবে। অন্যান্য যত ইস্যু আছে, সবগুলো ইস্যু নিয়েই কাজ হচ্ছে।’

এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাইলসহ গণ্যমান্য ব্যক্তিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্যটন শুরু কাল: সেন্ট মার্টিনে জাহাজ চালাবেন না মালিকেরা

ময়মনসিংহের নান্দাইল: শত বছরের হাইত উৎসবে মাছশিকারিদের ঢল

১৬ ডিসেম্বরের পর পুরোনো ও নতুন মোবাইল ফোনের রেজিস্ট্রেশন হবে যেভাবে

১৪ বছরের মেয়ে যেন নির্বিঘ্নে ভিডিও বানাতে পারে, তাই দেশ ছাড়ল ইনফ্লুয়েন্সার পরিবার

টিসিবির ফ্যামিলি কার্ড: স্বল্পমূল্যের পণ্যবঞ্চিত দেড় কোটির বেশি দরিদ্র মানুষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত