Ajker Patrika

মিরপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার 

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় একটি বাসা থেকে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম একা ইসলাম খান (২১)। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে নিয়ে আসা ওই শিক্ষার্থীর চাচা মানিক খান জানান, একা ইসলাম উত্তরা ইউনিভার্সিটির হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষে পড়াশুনা করতেন। শেওড়াপাড়া অরবিট গলির অরবিট ভবনের ৩য় তলায় পরিবারের সঙ্গে থাকতেন। 

তিনি বলেন, একা ইসলাম গলায় ফাঁস দিয়েছে শুনে দ্রুত ওই বাসায় যান। বাসায় গিয়ে একা ইসলামকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখেন। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। 

তবে কি কারণে একা ‘আত্মহত্যা’ করেছে সে বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন চাচা মানিক খান। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে কাফরুল থানা পুলিশকে জানানো হয়েছে। 

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুকুল আলম বলেন, একা ইসলাম খান নামের এক বিশ্বিবদ্যালয় শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি শেওড়াপাড়ায় একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত