নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় এক যুবককে নির্মাণাধীন ভবনের সপ্তম তলা থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম সাহিদুল হাসান ওরফে জিতু (২৩), যিনি পেশায় দিনমজুর ছিলেন।
গতকাল বুধবার বিকেলে কল্যাণপুরের পাইকপাড়া ঈশা খাঁ সড়কের একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গার নিচ থেকে গুরুতর আহত অবস্থায় সাহিদুলকে উদ্ধার করা হয়। পরে তাঁকে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত যুবকের মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় সাহিদুলের পূর্বপরিচিত মো. সাব্বির (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাহিদুলকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, সাহিদুল ও সাব্বির একসঙ্গে চলাফেরা করতেন। সাহিদুলের বাবা শাহিন মিয়া নেশাগ্রস্ত ছিলেন এবং তাঁকে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা নিয়ে সাব্বিরের সঙ্গে সাহিদুলের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং একাধিকবার ঝগড়ার পর এই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, মৃত্যুর আগে সাহিদুল তাঁর স্বজনদের কাছে ঘটনার বিবরণ দেন। তিনি জানান, সাব্বির তাঁকে ফোন করে বিরোধ মীমাংসার কথা বলে নির্মাণাধীন ভবনের সামনে আসতে বলেন। সাহিদুল সেখানে গেলে তাঁকে সপ্তম তলায় নিয়ে যাওয়া হয়, যেখানে অজ্ঞাতনামা আরও দুই-তিনজন ব্যক্তি ছিলেন। তর্কাতর্কির একপর্যায়ে তাঁরা মিলে সাহিদুলকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে ফেলে দেন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ আরও জানায়, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। গ্রেপ্তার সাব্বিরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়, যেখানে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় এক যুবককে নির্মাণাধীন ভবনের সপ্তম তলা থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম সাহিদুল হাসান ওরফে জিতু (২৩), যিনি পেশায় দিনমজুর ছিলেন।
গতকাল বুধবার বিকেলে কল্যাণপুরের পাইকপাড়া ঈশা খাঁ সড়কের একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গার নিচ থেকে গুরুতর আহত অবস্থায় সাহিদুলকে উদ্ধার করা হয়। পরে তাঁকে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত যুবকের মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় সাহিদুলের পূর্বপরিচিত মো. সাব্বির (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাহিদুলকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, সাহিদুল ও সাব্বির একসঙ্গে চলাফেরা করতেন। সাহিদুলের বাবা শাহিন মিয়া নেশাগ্রস্ত ছিলেন এবং তাঁকে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা নিয়ে সাব্বিরের সঙ্গে সাহিদুলের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং একাধিকবার ঝগড়ার পর এই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, মৃত্যুর আগে সাহিদুল তাঁর স্বজনদের কাছে ঘটনার বিবরণ দেন। তিনি জানান, সাব্বির তাঁকে ফোন করে বিরোধ মীমাংসার কথা বলে নির্মাণাধীন ভবনের সামনে আসতে বলেন। সাহিদুল সেখানে গেলে তাঁকে সপ্তম তলায় নিয়ে যাওয়া হয়, যেখানে অজ্ঞাতনামা আরও দুই-তিনজন ব্যক্তি ছিলেন। তর্কাতর্কির একপর্যায়ে তাঁরা মিলে সাহিদুলকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে ফেলে দেন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ আরও জানায়, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। গ্রেপ্তার সাব্বিরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়, যেখানে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের ঘটনায় আটক পাঁচজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল সোমবার ভোরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে কোতোয়ালি থানা-পুলিশ। গত রোববার সন্ধ্যায় একটি মিছিল থেকে মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ আশপাশ থেকে পাঁচজনক
১১ মিনিট আগেসাংবাদিক নূরুজ্জামান লাবুকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। সংবাদ প্রকাশের জেরে এ হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন লাবু।
১৫ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই শতাধিক শিক্ষার্থী ৬টি হলের তালা ভেঙে ভেতরে ঢুকলেও কোনো ধরনের আলোচনায় বসেনি কর্তৃপক্ষ। রাত পৌনে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি শান্ত থাকলেও শিক্ষার্থীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। এর আগে টানা দুই রাত প্রশাসনিক ভবনের সামনে অবস্থানের
২১ মিনিট আগেভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকায় তেঁতুলিয়া নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় শাহিন নামের নিখোঁজ এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর তাঁর পরিচয় জানা যায়।
২৩ মিনিট আগে