Ajker Patrika

স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৯: ৪৯
স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী মো. মানিক মিয়া ব্যাপারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আখতারুজ্জামান এই রায় দেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আসামি গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণের পর রায় কার্যকর হবে। তবে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন নিতে হবে।

ওই আদালতের সহকারী সরকারি কৌঁসুলি হাসান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, প্রেমের সম্পর্ক করে সাদিয়া আফরিন রিতাকে বিয়ে করেন মানিক মিয়া। এরপর তাদের মধ্যে প্রায় সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এ ছাড়া রিতাকে শারীরিক নির্যাতন করা হতো। ২০১৩ সালের ১৭ জানুয়ারি রাজধানীর মিরপুর-২ এর একটি বাসা থেকে সাদিয়া আফরিন রিতার গলিত গলা কাটা লাশ উদ্ধার করা হয়। পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত করার পর লাশ রিতার পরিবারকে হস্তান্তর করে।

এ ঘটনায় রিতার বাবা মতিয়ার রহমান মিরপুর থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন ২০১৩ সালের ১২ জানুয়ারি তাঁর মেয়ে রিতাকে গলা কেটে খুন করে বাসার দরজা বন্ধ করে চলে যান তার স্বামী মানিক মিয়া।

পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই মোহাম্মদ সেলিম ৫ এপ্রিল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০ এপ্রিল একই আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার বিচার চলাকালে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত