Ajker Patrika

রাজধানীর খিলগাঁওয়ের বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৮: ২৮
রাজধানীর খিলগাঁওয়ের বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মাকসুদা আক্তার মুক্তা (৩৫)। 

আজ শনিবার বেলা ২টার দিকে খিলগাঁও সি–ব্লকের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। 

মৃত মাকসুদার খালাতো ভাই শফিকুল ইসলাম বলেন, ‘তাঁদের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরজানাজাত গ্রামে। বাবার নাম হারুন ব্যাপারী। বর্তমানে স্বামী কাজী এবাদুজ্জামান ও এক ছেলে এক মেয়েকে নিয়ে খিলগাঁওয়ের ওই বাসায় ভাড়া থাকতেন। স্বামী এবাদুজ্জামানের তালতলা মার্কেটে চশমার ব্যবসা রয়েছে। পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালান। দুপুরে খবর পেয়ে খিলগাঁওয়ের বাসায় গিয়ে মাকসুদার মরদেহ দেখতে পাই। তখন বাসায় পুলিশ উপস্থিত ছিল। পরিবার থেকে জানতে পেরেছি, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়েছে।’ 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, দুপুরে খবর পেয়ে খিলগাঁওয়ের নয়তালা বাসার ছয়তলা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহটি ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় ছিল। 

এসআই আরও বলেন, ‘মৃতের স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত