Ajker Patrika

ছাত্রীকে যৌন হয়রানি, হলি ফ্যামিলির চিকিৎসক সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে হলি ফ্যামিলি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আবু সালেহ মো. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম মোহনা আলমগীরের আদালতে এই অভিযোগপত্র দাখিল করে রমনা থানা-পুলিশ। 

রমনা থানার এসআই সালমান রহমান অভিযোগপত্রে উল্লেখ করেছেন, প্রাথমিকভাবে ডা. সালাউদ্দিনের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এ বদলির নির্দেশ দেওয়া হয়েছে। 

এর আগে গত ২৯ ডিসেম্বর রাজধানীর মগবাজারের ইস্কাটনের বাসা থেকে সালাউদ্দীনকে গ্রেপ্তার করা হয়। এর আগের দিন তাঁর বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন ওই শিক্ষার্থী। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়। 

এজাহারে বলা হয়েছে, বাদী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী। গত বছরের জানুয়ারিতে কলেজের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরী ফার্মাকোলজি প্রাইভেট পড়ানোর কথা বলে, শিক্ষার্থীর কাছ থেকে দুই দফায় অগ্রিম ২০ হাজার টাকা নেন। তাঁকে শিক্ষকের বাসায় পড়তে যাওয়ার কথা বলা হয়। বাদী রাজি না হলে তাঁকে কলেজেই পড়াতে শুরু করেন ওই শিক্ষক। গত বছরের মার্চে করোনা মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে কলেজ কর্তৃপক্ষ অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলে ডা. সালাউদ্দিন বিভিন্ন সময় অনলাইনে শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁকে তাঁর বাসায় যেতে বলেন। 

এতে শিক্ষার্থী রাজি না হওয়ায় কলেজে বিভিন্ন সময় দেখা করে অনৈতিক প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে ছাত্রীকে আরও বেশি দিন কলেজে থাকতে হবে বলে হুমকি দেওয়া হয়। 

গত ৬ নভেম্বর কলেজের সিঁড়ির পাশে শিক্ষক ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলেও উল্লেখ করা হয় মামলায়। এর আগে ২২ ডিসেম্বর ডা. সালাউদ্দিনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই ছাত্রী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত