Ajker Patrika

রাজধানীতে আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৫: ৩৪
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর মতিঝিল এলাকায় একটি আবাসিক হোটেলে হাসানুজ্জামান চৌধুরী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে খবর পেয়ে আবাসিক হোটেল পারাবতের ৯০৫ নম্বর কক্ষ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।

সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে ওই ব্যক্তির পরিবারের মাধ্যমে খবর পেয়ে আবাসিক হোটেলটিতে গিয়ে রুমের দরজা ভেঙে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান।’

তিনি আরও বলেন, ওই ব্যক্তির বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বৈরাগ গ্রামে। তিনি মাঝেমধ্যেই ঢাকায় আসতেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হোটেলের ৯০৫ নম্বর রুমে ওঠেন। গ্রামের বাড়ি থেকে ওই ব্যক্তিকে ফোনে না পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে হোটেলে গিয়ে রুমের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে দরজা ভেঙে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এ পুলিশ কর্মকর্তা বলেন, ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিদেশ ভ্রমণে ভিসা পাওয়া কঠিন হচ্ছে

সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমাতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে মিথ্যা তথ্য দিয়েছিলেন মা, জানাল র‍্যাব

পাইলট ইচ্ছে করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ২৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত