সাভার (ঢাকা) প্রতিনিধি
বাসে আগুন ও নাশকতার ঘটনায় আশুলিয়া থানায় বিএনপির ৬২ নেতা কর্মীর বিরুদ্ধে দুটি মামলা ও সাভার থানায় ৪৩ নেতা কর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসচালক ও পুলিশ বাদী হয়ে ২ থানায় বিস্ফোরক আইনসহ বিভিন্ন ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।
আজ রোববার সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় বিএনপির নেতা-কর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে বিকাশ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বাসচালক আনোয়ার হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকি দেওয়ান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান মোহন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক তমিজ উদ্দিন, ঢাকা জেলা বিএনপির আহ্বায়ক মোকলেছুর রহমান খান ইলিয়াস শাহী, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আইয়ুব খানসহ ৩২ জন।
পৃথক ঘটনায় আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়ার রসায়ন মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি পালনের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় আগুন, ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার অভিযোগে মামলা দায়ের করেন আশুলিয়া থানার এসআই ফরহাদ বিন করিম। এ মামলায় আসামি করা হয়েছে ৩০ জনকে। এ ছাড়া সাভার মডেল থানায় পুলিশ বাদী হয়ে বিএনপির ৪৩ নেতা কর্মীর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘গতকাল ককটেল বিস্ফোরণের ঘটনায় ৪৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘বাস ও অটোরিকশা পোড়ানোর পৃথক দুই ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।’
বাসে আগুন ও নাশকতার ঘটনায় আশুলিয়া থানায় বিএনপির ৬২ নেতা কর্মীর বিরুদ্ধে দুটি মামলা ও সাভার থানায় ৪৩ নেতা কর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসচালক ও পুলিশ বাদী হয়ে ২ থানায় বিস্ফোরক আইনসহ বিভিন্ন ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।
আজ রোববার সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় বিএনপির নেতা-কর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে বিকাশ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বাসচালক আনোয়ার হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকি দেওয়ান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান মোহন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক তমিজ উদ্দিন, ঢাকা জেলা বিএনপির আহ্বায়ক মোকলেছুর রহমান খান ইলিয়াস শাহী, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আইয়ুব খানসহ ৩২ জন।
পৃথক ঘটনায় আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়ার রসায়ন মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি পালনের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় আগুন, ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার অভিযোগে মামলা দায়ের করেন আশুলিয়া থানার এসআই ফরহাদ বিন করিম। এ মামলায় আসামি করা হয়েছে ৩০ জনকে। এ ছাড়া সাভার মডেল থানায় পুলিশ বাদী হয়ে বিএনপির ৪৩ নেতা কর্মীর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘গতকাল ককটেল বিস্ফোরণের ঘটনায় ৪৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘বাস ও অটোরিকশা পোড়ানোর পৃথক দুই ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।’
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সাইদুর রহমান (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করেন।
১১ মিনিট আগেপটুয়াখালীর লাউকাঠি নদী থেকে রাহুল সমাদ্দার (১৫) নামে স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) দুপুর ১২টার দিকে নদীর উত্তর প্রান্তের গোডাউনের পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
১৫ মিনিট আগেবই পড়ায় কৃতিত্ব অর্জন করায় বরিশালের ৩৬টি স্কুলের ২ হাজার ৪১১ জন শিক্ষার্থীকে পুরস্কার দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র। আজ শুক্রবার নগরের ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে এই পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে গ্রামীণফোন।
১৭ মিনিট আগেএকসময় সংসার চলত টানাটানিতে। বছরের দুই মৌসুমে ধান চাষ করেও পেছনে থাকত ঋণের বোঝা। সেই বাস্তবতা বদলে গেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামের কৃষক আব্দুর রহিমের (৩২)। ধানখেতে হাঁস ও মাছের সমন্বিত চাষ করে এখন বছরে আয় করছেন প্রায় ৮ লাখ টাকা।
২২ মিনিট আগে