নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৪-এর জুলাইয়ে গণ-অভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ এবং আহতদের ‘বীর’ হিসেবে স্বীকৃতির দাবি নিয়ে বিক্ষোভ করেছে জুলাই যোদ্ধা সংসদ নামে একটি সংগঠন। আজ সোমবার সকালে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে দুপুরে সচিবালয়ের সামনে এসে জড়ো হন সংগঠনটির সদস্যরা।
এ সময় জুলাইয়ে আহত ও নিহত পরিবারের সদস্যদের আইনি সুরক্ষা দেওয়াসহ পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।
জুলাই যোদ্ধা দাবি করা রাজশাহী বিভাগ থেকে আসা আদিবা ইসলাম স্মৃতি জানান, জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ এবং জুলাই আহতদের ‘বীর’ খেতাব দিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ ছাড়া শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও মাসিক সম্মাননা আজীবন চলমান রাখতে হবে।
দেশের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় জুলাই যোদ্ধাদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
রংপুর থেকে আসা আব্দুল হাকিম হাবিব বলেন, অবিলম্বে সরকারকে জুলাই ঘোষণাপত্র সংশোধন করে তা জুলাই সনদের মধ্যে স্থায়ীভাবে যুক্ত করে তার আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে বাস্তবায়ন করতে হবে এবং আওয়ামী লীগসহ তাদের সহযোগী দলগুলোকে নিষিদ্ধ করতে হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জুলাই ঘোষণাপত্র সংশোধন ও সংযোজন করে সংবিধানে জুলাই সনদ আইনি ভিত্তি দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সহায়তা কেন্দ্র ও কল্যাণ ট্রাস্ট গঠন করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণে প্রতিবছর ‘জুলাই গণতন্ত্র দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালন করা, জুলাই স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণ ও শিক্ষা পাঠ্যক্রমে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ অন্তর্ভুক্ত করতে হবে।
বিক্ষোভ সমাবেশে জুলাই যোদ্ধা সংসদের ব্যানারে অংশগ্রহণ করেন রংপুর থেকে আসা আব্দুল হাকিম হাবিব, লক্ষ্মীপুর থেকে মো. রাহিম, চট্টগ্রাম থেকে মো. বসির, রাজশাহী বিভাগ থেকে আসা আদিবা ইসলাম স্মৃতি, কুমিল্লা থেকে তানভীরুল ইসলাম ও বরিশাল থেকে আসা মো. শওকত হোসেন প্রমুখ।
২৪-এর জুলাইয়ে গণ-অভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ এবং আহতদের ‘বীর’ হিসেবে স্বীকৃতির দাবি নিয়ে বিক্ষোভ করেছে জুলাই যোদ্ধা সংসদ নামে একটি সংগঠন। আজ সোমবার সকালে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে দুপুরে সচিবালয়ের সামনে এসে জড়ো হন সংগঠনটির সদস্যরা।
এ সময় জুলাইয়ে আহত ও নিহত পরিবারের সদস্যদের আইনি সুরক্ষা দেওয়াসহ পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।
জুলাই যোদ্ধা দাবি করা রাজশাহী বিভাগ থেকে আসা আদিবা ইসলাম স্মৃতি জানান, জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ এবং জুলাই আহতদের ‘বীর’ খেতাব দিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ ছাড়া শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও মাসিক সম্মাননা আজীবন চলমান রাখতে হবে।
দেশের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় জুলাই যোদ্ধাদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
রংপুর থেকে আসা আব্দুল হাকিম হাবিব বলেন, অবিলম্বে সরকারকে জুলাই ঘোষণাপত্র সংশোধন করে তা জুলাই সনদের মধ্যে স্থায়ীভাবে যুক্ত করে তার আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে বাস্তবায়ন করতে হবে এবং আওয়ামী লীগসহ তাদের সহযোগী দলগুলোকে নিষিদ্ধ করতে হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জুলাই ঘোষণাপত্র সংশোধন ও সংযোজন করে সংবিধানে জুলাই সনদ আইনি ভিত্তি দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সহায়তা কেন্দ্র ও কল্যাণ ট্রাস্ট গঠন করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণে প্রতিবছর ‘জুলাই গণতন্ত্র দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালন করা, জুলাই স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণ ও শিক্ষা পাঠ্যক্রমে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ অন্তর্ভুক্ত করতে হবে।
বিক্ষোভ সমাবেশে জুলাই যোদ্ধা সংসদের ব্যানারে অংশগ্রহণ করেন রংপুর থেকে আসা আব্দুল হাকিম হাবিব, লক্ষ্মীপুর থেকে মো. রাহিম, চট্টগ্রাম থেকে মো. বসির, রাজশাহী বিভাগ থেকে আসা আদিবা ইসলাম স্মৃতি, কুমিল্লা থেকে তানভীরুল ইসলাম ও বরিশাল থেকে আসা মো. শওকত হোসেন প্রমুখ।
জেয়ালতা গ্রামের বৃদ্ধ আব্দুল মজিদ (৬৭) বলেন, ‘ভোর থেকে লাইন ধরি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন আরও লম্বা হয়। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও আটা পাই না।’
২ মিনিট আগেখুলনার তেরখাদায় গরিব মানুষের জন্য বরাদ্দ সরকারি ওএমএসের (ওপেন মার্কেট সেল) আটা বাজারে পাচারের সময় ধরা পড়েছেন হামিম বিল্লাহ (৪০) নামের এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন তিনি।
২৯ মিনিট আগেরাজধানীর কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী নজরুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পুরান ঢাকার নবাবপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কলাবাগান থানা-পুলিশ।
১ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আলম ট্রেডার্স নামের একটি রাসায়নিক গুদাম ও পাশের একটি পোশাক কারখানায় আগুন লাগে। এতে ১৬ জনের প্রাণহানির কথা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
১ ঘণ্টা আগে