Ajker Patrika

রাজধানীর ধানমন্ডিতে চলন্ত মাইক্রোবাসের ওপর উল্টে পড়ল ট্রাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

রাজধানীর ধানমন্ডিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের ওপর উল্টে পড়েছে মালবাহী ট্রাক। আজ বুধবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে ধানমন্ডি মেট্রো শপিং মলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মালবাহী ট্রাকটি কলাবাগান থানায় জব্দ করা হলেও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

আজ বুধবার এতথ্য জানান ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার নব কুমার বিশ্বাস।

তিনি বলেন, আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের ওপরে উঠে পড়ে। ট্রাকটি ওভারলোড ছিল। বিষয়টি জানার পর ট্রাফিক রমনার রেকার গাড়ি পাঠানো হয়। ঘটনাস্থল থেকে গাড়ি দুইটিকে সরিয়ে নেয় ট্রাফিক পুলিশ।

নব কুমার বলেন, এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। গাড়ি দুটি উদ্ধার করে কলাবাগান থানায় পাঠানো হয়। দুই গাড়ির মালিকপক্ষকে থানায় যেতে বলা হয়েছে।

ডিএমপির কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে গাড়ির চালক কাউকে পাওয়া যায়নি। গাড়ি দুটি কলাবাগান থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখনো গাড়ির মালিক কেউ থানায় আসেনি। কোনো মামলাও হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত