Ajker Patrika

২ ডিআইজি ও ৪ কমিশনার পদে নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

চট্টগ্রাম, গাজীপুর, রংপুর ও বরিশাল মেট্রোপলিটনে নতুন পুলিশ কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব (পুলিশ-১) ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়কে চট্টগ্রামের নতুন কমিশনার, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসেবে পদোন্নতি প্রাপ্ত) মোল্যা নজরুল ইসলামকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসেবে পদোন্নতি প্রাপ্ত) নুরে আলম মিনাকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসেবে পদোন্নতি প্রাপ্ত) সাইফুল ইসলামকে বরিশালের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া রংপুর রেঞ্জের উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্যকে ময়মনসিংহ রেঞ্জে এবং রংপুরের পুলিশ কমিশনার মোহা. আব্দুল আলীম মাহমুদকে রংপুর রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত