Ajker Patrika

এবার উবার চালককে মারধর, থানায় রাত কাটল গায়ক নোবেলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাইনুল আহসান নোবেল। ছবি: সংগৃহীত
মাইনুল আহসান নোবেল। ছবি: সংগৃহীত

উবার চালককে মারধরের অভিযোগে আটক সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে ছেড়ে দিয়েছে পুলিশ। উবার চালকের কোনো অভিযোগ না থাকায় মিরপুর মডেল থানা থেকে আজ রোববার (২০ জুলাই) ছাড়া পান তিনি। এর আগে গতকাল শনিবার মধ্যরাতে রাজধানীর মিরপুরে পাইকপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল রাতে এক উবার চালককে মারধরের ঘটনায় নোবেলকে মিরপুর থানায় নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাঁর বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী চালক আকবর হোসেন জানান, উবার অ্যাপে প্রাইভেট কার ভাড়া করে স্ত্রীসহ পাইকপাড়া হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন নোবেল। গন্তব্যে পৌঁছেও গাড়ি থেকে নামছিলেন না তিনি। এ সময় তিনি উদ্ভট কথাবার্তা ও গালিগালাজ করেন। একপর্যায়ে নোবেল চালকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে তাঁকে মারধর করেন। বিষয়টি দেখে আশপাশের লোকজন জড়ো হয়ে যান। পরে মিরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নোবেল ও চালককে থানায় নিয়ে আসে। এ সময় গাড়িটিও থানায় আনা হয়।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান বলেন, নোবেলসহ সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। তবে উবার চালকের কোনো অভিযোগ না থাকায় নোবেলকে তাঁর পরিবারের কাছে দেওয়া হয়েছে।

এর আগে গত ২৪ জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল। ২০ মে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাঁর সঙ্গে ওই মামলার বাদীর বিয়ে হয়।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত