Ajker Patrika

বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ২৫ জুন ২০২৩, ২১: ৩৭
Thumbnail image

পবিত্র ঈদুল আজহায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় শুরু হবে। এরপর এক ঘণ্টা পরপর চারটি এবং শেষ জামাত ৪৫ মিনিট পর অনুষ্ঠিত হবে।

আজ রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, আগামী ১০ জিলহজ ১৪৪৪ হিজরি (২৯ জুন) বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ওই জামাতগুলো নিম্নোক্ত আলেমেরা ইমাম ও মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন। 

প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম আবদুল হাদী। বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেমের ইমামতিতে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন (অব.) হাফেজ কারি মো. আতাউর রহমান। 

ঈদের তৃতীয় জামাত সকাল ৯টা অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারি। আর মুকাব্বিরের দায়িত্বে থাকবেন বায়তুল মোকাররমের চিফ খাদেম মো. শহিদ উল্লাহ। চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ জামাতে ইমামের দায়িত্বে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার ও মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম হাফেজ মো. রুহুল আমিন।

পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ এবং মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত