নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় ১৫-২০ জন সদস্যকে আটক করা হয়। আটককৃতরা পুলিশের বাধা উপেক্ষা করে পুরান পল্টন এলাকায় মিছিল বের করে। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে তাদের আটক করা হয়।
প্রাথমিকভাবে আটককৃতদের মধ্যে আবু শোয়াইব, মাশফিউর রহমান, আশফাকসহ কয়েকজনের নাম জানা গেলেও বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার শাহরিয়ার ও রমনা বিভাগের ডিসি মাসুদ আলম আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে সুনির্দিষ্ট সংখ্যা জানাতে রাজি হননি। তাঁরা জানান, আটকের সংখ্যা আরও বাড়তে পারে।
রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে হিযবুত তাহ্রীরের সদস্যরা মিছিল করছিল। পুলিশের বাধা উপেক্ষা করে সংঘর্ষে জড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয় এবং বেশ কয়েকজনকে আটক করা হয়।’
পুলিশ আগেই সংগঠনটির কর্মসূচি নিয়ে সতর্কবার্তা দিয়েছিল। আজ শুক্রবার দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ‘হিযবুত তাহ্রীর একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। আইন অনুযায়ী তাদের সকল কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।’
তবে তা উপেক্ষা করেই আজ দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করা হয়। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি পল্টন হয়ে বিজয়নগরের দিকে এগোলে পুলিশ টিয়ার শেল ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
জুমার নামাজের পরপরই উত্তর গেটের সিঁড়িতে অবস্থান নেওয়া হিযবুত তাহ্রীরের কর্মীরা কালিমা খচিত ব্যানার উঁচিয়ে স্লোগান দিতে থাকে। শুরুতে পুলিশের একটি দল তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও জনবল কম থাকায় তারা সফল হয়নি। বিজয়নগরে পৌঁছানোর পর পুলিশ লাঠিপেটা ও টিয়ারগ্যাস ছুড়লে মিছিল ছত্রভঙ্গ করে। মিছিলকারীরা আশপাশের গলিতে ঢুকে পড়লে পুলিশ তাদের ধাওয়া দেয়।
এদিকে, বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে সংগঠনটির তিনজন সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় ১৫-২০ জন সদস্যকে আটক করা হয়। আটককৃতরা পুলিশের বাধা উপেক্ষা করে পুরান পল্টন এলাকায় মিছিল বের করে। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে তাদের আটক করা হয়।
প্রাথমিকভাবে আটককৃতদের মধ্যে আবু শোয়াইব, মাশফিউর রহমান, আশফাকসহ কয়েকজনের নাম জানা গেলেও বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার শাহরিয়ার ও রমনা বিভাগের ডিসি মাসুদ আলম আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে সুনির্দিষ্ট সংখ্যা জানাতে রাজি হননি। তাঁরা জানান, আটকের সংখ্যা আরও বাড়তে পারে।
রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে হিযবুত তাহ্রীরের সদস্যরা মিছিল করছিল। পুলিশের বাধা উপেক্ষা করে সংঘর্ষে জড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয় এবং বেশ কয়েকজনকে আটক করা হয়।’
পুলিশ আগেই সংগঠনটির কর্মসূচি নিয়ে সতর্কবার্তা দিয়েছিল। আজ শুক্রবার দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ‘হিযবুত তাহ্রীর একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। আইন অনুযায়ী তাদের সকল কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।’
তবে তা উপেক্ষা করেই আজ দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করা হয়। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি পল্টন হয়ে বিজয়নগরের দিকে এগোলে পুলিশ টিয়ার শেল ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
জুমার নামাজের পরপরই উত্তর গেটের সিঁড়িতে অবস্থান নেওয়া হিযবুত তাহ্রীরের কর্মীরা কালিমা খচিত ব্যানার উঁচিয়ে স্লোগান দিতে থাকে। শুরুতে পুলিশের একটি দল তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও জনবল কম থাকায় তারা সফল হয়নি। বিজয়নগরে পৌঁছানোর পর পুলিশ লাঠিপেটা ও টিয়ারগ্যাস ছুড়লে মিছিল ছত্রভঙ্গ করে। মিছিলকারীরা আশপাশের গলিতে ঢুকে পড়লে পুলিশ তাদের ধাওয়া দেয়।
এদিকে, বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে সংগঠনটির তিনজন সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
নোয়াখালীতে একটি কলেজে অধ্যয়নরত ছাত্রকে অন্য একটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক করা হয়েছে। বিষয়টি নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দলে সাংগঠনিক নিয়ম ভেঙে কেন্দ্রীয় কমিটি থেকে এমন কমিটি ঘোষণা করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে নেতা-কর্মীদের মধ্যে।
৩৪ মিনিট আগে‘স্টপ রিভার পলুশন, সেভ লাইভস’—এই বার্তা সামনে রেখে নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রম এক সাঁতার প্রতিযোগিতা। নদী দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে এ আয়োজন করে রায়পুরা রানার্স কমিউনিটি।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর আড়াইটা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত দুই শিফটে দেশের পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২ ঘণ্টা আগে২ বছরের শিশু মাশরিফ বাড়ির উঠোনে একা খেলা করছিল। হঠাৎ করে একটি কুকুর এসে তাকে এলোপাতাড়ি কামড়াতে থাকে। পরে তার ডাক চিৎকারে স্বজনরা এসে উদ্ধার করলেও ততক্ষণে মাসরিফের শারীরিক অবস্থা হয়ে পড়ে আশঙ্কাজনক।
২ ঘণ্টা আগে