Ajker Patrika

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিন্টো রোডের ডিবি অফিস থেকে উপদেষ্টা আসিফ আরমান আলীকে ছাড়িয়ে আনেন। ইনসেটে আরমান আলী। ছবি: সংগৃহীত
মিন্টো রোডের ডিবি অফিস থেকে উপদেষ্টা আসিফ আরমান আলীকে ছাড়িয়ে আনেন। ইনসেটে আরমান আলী। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টনে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আরমান আলী (৩০) নামের এক রিকশাচালক আহত হন। পরে তাঁকে সেনাবাহিনীর সদস্যরা তাঁকে আটক করে পুলিশে দিলে সেখান থেকে ছাড়িয়ে আনেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আছেন।

ঢামেকে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় তাঁর। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাসা ফকিরাপুল পানির ট্যাংকি এলাকায়। রিকশাও চালাই, আবার কারওয়ান বাজারে কাঁচামালের আড়তেও কাজ করি। দুপুরে বায়তুল মোকাররম এলাকায় যাই। সেখানে হিযবুত তাহ্‌রীর সদস্যদের দৌড়ানি দেই। পরে তারা কয়েকজন মিলে আমাকে মারধর করে। সেখান দৌড়ে পালাতে গেলে সন্দেহবশত আর্মি সদস্যরা আমাকে ধরে ফেলে এবং ডিবির হাতে দেয়। সেখান থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ স্যার আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।’

এর আগে রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীর মিছিল ছত্রভঙ্গ করতে যৌথ বাহিনীর লাঠিচার্জের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, লাঠিচার্জের সময় পুলিশের সঙ্গে নিজ থেকেই যুক্ত হন লাল টি-শার্ট পরিহিত এক যুবক। সেনাসদস্যরা দ্রুতই তাঁকে সরিয়ে দেন।

পরে আরও কিছু ভিডিও ও ছবিতে দেখা যায়, ওই যুবককে সেনাবাহিনীর সদস্যরা আটক করে নিয়ে যাচ্ছেন। তাঁর মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালান নেটিজেনরা।

খবর পাওয়া মাত্রই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মিন্টো রোডের ডিবি অফিসে যান এবং ওই যুবককে ছাড়িয়ে আনেন। আজ শুক্রবার (৭ মার্চ) বিকেল ৪টা ৪৬ মিনিটে তাঁকে ডিবি অফিস থেকে মুক্ত করে আনা হয়। বিকেল ৫টা ৩৬ মিনিটে ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত