উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর তুরাগে নির্মাণাধীন ভবন থেকে মাথায় রড পড়ে মো. হেলাল হোসেন (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার তুরাগের নলভোগ এলাকার একটি নির্মাণাধীন ভবনে সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ওই শ্রমিকের গ্রামের বাড়ি বরিশালের মনপুরা উপজেলার চরগোলিয়া গ্রামে। তিনি বর্তমানে উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপার সংলগ্ন একটি নলভোগ এলাকার একটি মেসে থাকতেন। হেলালের পরিবার সূত্রে জানা যায়, তিন ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।
নিহতের বড় ভাই বেল্লাল হোসেন বলেন, ‘ভবনটিতে আমরা দুই ভাই কাজ করতাম। হেলাল দ্বিতীয় তলার ছাদে রড ওঠানোর কাজ করছিল। এ সময় ওপর থেকে একটি রড তাঁর মাথার ওপর পরে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি তুরাগ থানায় অবগত করা হয়েছে।
অপরদিকে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ঢাকা মেডিকেল থেকে খবর পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু সেখানে কাউকে পাইনি। ঢাকা মেডিকেলে গিয়ে পরিবারের সঙ্গে কথা বার্তা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
রাজধানীর তুরাগে নির্মাণাধীন ভবন থেকে মাথায় রড পড়ে মো. হেলাল হোসেন (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার তুরাগের নলভোগ এলাকার একটি নির্মাণাধীন ভবনে সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ওই শ্রমিকের গ্রামের বাড়ি বরিশালের মনপুরা উপজেলার চরগোলিয়া গ্রামে। তিনি বর্তমানে উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপার সংলগ্ন একটি নলভোগ এলাকার একটি মেসে থাকতেন। হেলালের পরিবার সূত্রে জানা যায়, তিন ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।
নিহতের বড় ভাই বেল্লাল হোসেন বলেন, ‘ভবনটিতে আমরা দুই ভাই কাজ করতাম। হেলাল দ্বিতীয় তলার ছাদে রড ওঠানোর কাজ করছিল। এ সময় ওপর থেকে একটি রড তাঁর মাথার ওপর পরে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি তুরাগ থানায় অবগত করা হয়েছে।
অপরদিকে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ঢাকা মেডিকেল থেকে খবর পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু সেখানে কাউকে পাইনি। ঢাকা মেডিকেলে গিয়ে পরিবারের সঙ্গে কথা বার্তা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২১ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২৩ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
৩৮ মিনিট আগেমাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
১ ঘণ্টা আগে