Ajker Patrika

ইফতারের সময় চালককে চেতনানাশক খাইয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার নারী

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি
ইফতারের সময় চালককে চেতনানাশক খাইয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার নারী

রাজধানীর ডেমরায় ইফতারের সময় চালককে চেতনানাশক খাইয়ে অটোরিকশা চুরির ঘটনায় অজ্ঞান পার্টির নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাইনবোর্ড এলাকা থেকে মুক্তা আক্তার (৩০) নামের ওই নারী সদস্যকে গ্রেপ্তার করে ডেমরা থানা-পুলিশ। 

এর আগে গত শনিবার সন্ধায় ইফতারির সময় মো. নাজমুল (২৭) নামে এক অটোরিকশা চালককে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে অজ্ঞান পার্টির ৩ সদস্য। 

আজ সোমবার মুক্তা আক্তারকে আদালতে পাঠায় পুলিশ। এ ঘটনায় তার সহযোগী সদস্য শাহনাজ ও অজ্ঞাতনামা ১ জন পুরুষ সদস্য পলাতক রয়েছে। 

গত ১৬ মার্চ ডেমরার ডগাইর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে চালক নাজমুল চিকিৎসাধীন রয়েছে। গ্রেপ্তার মুক্তা আক্তার ঢাকার কামরাঙ্গীচরের হোসনাবাদ জামে মসজিদ সংলগ্ন সিলেট্টা বাজার এলাকার মো. মাকসুদ মিয়ার মেয়ে। 

অটোরিকশা চুরির ঘটনায় ভুক্তভোগীর বাবা আব্দুল ওহাব মৃধা রোববার (১৭ মার্চ) দিবাগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত ওই ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, অটোরিকশা চালক নাজমুল যাত্রাবাড়ীর উত্তর রায়েরবাগ এলাকার বাসিন্দা। তিনি অভ্যন্তরীণ সড়কে অটোরিকশা চালান। গত শনিবার সন্ধার আগে অভিযুক্তরা কোনাপাড়া থেকে নাজমুলের অটোরিকশা ভাড়া করে ডগাইর বাজার সংলগ্নে পৌঁছালে মাগরিবের আজান দেয়। এ সময় কৌশলে অভিযুক্তরা ইফতার নেওয়ার কথা বলে নাজমুলকে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অটোরিকশাটি নিয়ে পালায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত