Ajker Patrika

৩৯ কোটি টাকা ঋণখেলাপির মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
৩৯ কোটি টাকা ঋণখেলাপির মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩৯ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সফিকুল ইসলামকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডের ১২ নম্বর বাসার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত সফিকুল ইসলাম উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৪ /বি নম্বর সড়কের ৬ নম্বর বাসার নুরুল ইসলামের ছেলে। 

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বনানী শাখা থেকে জানা যায়, সফিকুল ইসলামকে প্রায় ৩৯ কোটি টাকা ঋণখেলাপি ঘোষণা করা হয়েছে। 

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সফিকুল ইসলামকে এসআই সাব্বির হোসেন ও এসআই আরিফুল ইসলাম গ্রেপ্তার করেন। পরবর্তীতে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, সফিকুলের বিরুদ্ধে আদালতে করা ৫১৬ / ২১ (বনানী) থেকে ৫২৪ / ২১ (বনানী) নম্বর পর্যন্ত ৯টি মামলা রয়েছে। ওই সব মামলায় এনআই অ্যাক্টের ১৩৮ ধারাও ছিল। পরবর্তীতে ৯টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর দীর্ঘদিন থেকে সফিকুল পলাতক ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত