Ajker Patrika

মানবতাবিরোধী অপরাধ: চট্টগ্রামের শওকতের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৫: ৩৪
মানবতাবিরোধী অপরাধ: চট্টগ্রামের শওকতের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত 

চট্টগ্রামের ফটিকছড়ির শওকতুল ইসলামের (৮৩) বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ সোমবার ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই প্রতিবেদন তুলে ধরেন সংস্থার প্রধান এম সানাউল হক।

আসামি শওকতুল ইসলাম ওরফে পাতলা ডাক্তার গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এ ছাড়া সৈয়দ ওমর ফারুক মারা যাওয়ায় তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ১০ জনকে হত্যা, ৪ জনকে ধর্ষণ, আটক, নির্যাতন, অপহরণ, লুটপাট, অগ্নিসংযোগের মতো তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এই মামলায় সাক্ষী করা হয়েছে ৩৭ জনকে। মামলাটি তদন্ত করেন তদন্ত কর্মকর্তা বদরুল আলম। আসামি শওকত ১৯৭১ সালে কনভেনশন মুসলিম লিগ করলেও বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয় বলে জানানো হয় তদন্ত সংস্থার পক্ষ থেকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত