Ajker Patrika

মেট্রোরেলের উদ্বোধনে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৫: ২৬
Thumbnail image

আগামীকাল বুধবার মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে র‍্যাব। সংস্থাটির বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াডসহ আকাশে র‍্যাবের হেলিকপ্টার দিয়ে টহল দেওয়া হবে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটির মুখপাত্র কমান্ডার খন্দকার মঈন এসব কথা বলেন। 

কমান্ডার মঈন বলেন, ‘আগামীকাল আমাদের স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন হবে, বিজয়ের মাসে আমাদের আরেকটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী মেট্রোরেল উদ্বোধন করবেন। এ উপলক্ষে দিয়াবাড়ীতে একটি সমাবেশ হবে। পরে প্রধানমন্ত্রী মেট্রোরেলে চড়ে আগারগাঁও পর্যন্ত যাবেন। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা করেছি। এ ধরনের বড় অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা সুইপিং করে থাকি। আমাদের ডগ স্কোয়াড টিম যথানিয়মে সুইপিং করবে। পাশাপাশি আমাদের টহল চেকপোস্ট থাকবে।’

ভিভিআইপিদের নিরাপত্তার ব্যাপারে তিনি বলেন, ‘যেসব জায়গায় ভিভিআইপিরা যাবেন, সেসব জায়গায় আমাদের অতিরিক্ত নজরদারি থাকবে। সাদা পোশাকে গোয়েন্দারা থাকবেন। একইভাবে কৌশলগত স্থানে র‍্যাবের বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড, স্পেশাল ফোর্স থাকবে। এ ছাড়া আমাদের হেলিকপ্টার টহলে থাকবে।’ 

র‍্যাবের মিডিয়াপ্রধান বলেন, ‘দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত যে কয়টি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, সেগুলোতে র‍্যাবের গোয়েন্দা দলের বিশেষ নজরদারি থাকবে। একইভাবে উঁচু ভবনগুলোতে (যে জায়গা থেকে নজরদারি করা প্রয়োজন) আমাদের গোয়েন্দারা ও র‍্যাবের সদস্যরা থাকবেন। স্পেশাল চেকপোস্ট করার পাশাপাশি প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি, বিদেশিরা যেখানে যাবেন, সেখানেও গোয়েন্দা নজরদারি ও টহল দল থাকবে।’ 

উদ্বোধনী অনুষ্ঠানে কোনো ঝুঁকি আছে কি না, জানতে চাইলে খন্দকার মঈন বলেন, ‘এখন পর্যন্ত কোনো ঝুঁকির তথ্য নেই। সাইবার ওয়ার্ল্ডে আমাদের নজরদারি রেখেছি। এ ধরনের বড় অনুষ্ঠানে আমরা সব সময় প্রস্তুতি নিয়ে রাখি। যদি কোনো ধরনের নাশকতার সম্ভাবনা আদৌও থাকে, সেটা যেন আমরা মোকাবিলা করতে পারি, তার প্রস্তুতি সব সময় থাকে।’

আগামীকাল বুধবার বেলা ১১টা নাগাদ উদ্বোধনস্থলে উপস্থিত হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ১১টা ৫ মিনিটে উন্মোচন হবে মেট্রোরেল। দুপুর ১২টা ২৫ মিনিটে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর টিকিট কেটে মেট্রোরেলে উঠে আগারগাঁও যাবেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত