Ajker Patrika

এমবিবিএসে ১১০ জন শিক্ষার্থীই ভর্তি করতে পারবে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজ আগের মতোই ১১০ জন করে শিক্ষার্থী এমবিবিএস কোর্সে ভর্তি করতে পারবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে মঙ্গলবার বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম। 

ব্যারিস্টার ফখরুল বলেন, ‘গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ২০১০ সাল থেকে ১১০ জন শিক্ষার্থী ভর্তির অনুমতি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর ২০২০ সালে বলা হয় কেবল ৫০ জন করে ভর্তি করতে। এরপর আপিল করলে ২০২১ সাল থেকে ৬০ জন করে শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়া হয়। পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহিব উল্লাহ খন্দকার রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২১ সালের ২৪ নভেম্বর রুল জারি করা হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত