নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী ও রায়েরবাগে দুই যুবকের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে মামলা দুটি দায়ের করা হয়।
আদালত পৃথকভাবে দুই বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে কোনো মামলা বা জিডি আছে কি না যাত্রাবাড়ী থানা-পুলিশকে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
শেখ হাসিনা, শেখ রেহেনাসহ ১০৭ জন আসামি করে মামলা:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই দুপুরে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে ইমন নামে এক যুবক মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানাসহ ১০৭ জনকে আসামি করে মামলা করেন ইমনের মা জোসনা। অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হাবিবুর রহমান, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার প্রমুখ।
মামলার অভিযোগে বলা হয়েছে, পুলিশসহ আওয়ামী লীগের নেতা–কর্মীরা হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে ইমন মারা যান।
শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা:
গত ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ীর কুতুবখালী টোল প্লাজার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান রাকিব নামের এক যুবক। এ ঘটনায় শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা করেছেন রাকিবের মা কহিনূর বেগম। অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আসাদুজ্জামান খান, মশিউর রহমান সজল, হারুনর রশীদ মুন্না, আবু আহমেদ মন্নাফী ও কামরুল হাসান রিপন। এ মামলার অভিযোগে বলা হয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাদের গুলিতে বাদীর ছেলের মৃত্যু হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী ও রায়েরবাগে দুই যুবকের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে মামলা দুটি দায়ের করা হয়।
আদালত পৃথকভাবে দুই বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে কোনো মামলা বা জিডি আছে কি না যাত্রাবাড়ী থানা-পুলিশকে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
শেখ হাসিনা, শেখ রেহেনাসহ ১০৭ জন আসামি করে মামলা:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই দুপুরে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে ইমন নামে এক যুবক মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানাসহ ১০৭ জনকে আসামি করে মামলা করেন ইমনের মা জোসনা। অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হাবিবুর রহমান, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার প্রমুখ।
মামলার অভিযোগে বলা হয়েছে, পুলিশসহ আওয়ামী লীগের নেতা–কর্মীরা হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে ইমন মারা যান।
শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা:
গত ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ীর কুতুবখালী টোল প্লাজার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান রাকিব নামের এক যুবক। এ ঘটনায় শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা করেছেন রাকিবের মা কহিনূর বেগম। অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আসাদুজ্জামান খান, মশিউর রহমান সজল, হারুনর রশীদ মুন্না, আবু আহমেদ মন্নাফী ও কামরুল হাসান রিপন। এ মামলার অভিযোগে বলা হয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাদের গুলিতে বাদীর ছেলের মৃত্যু হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়। এরপর একে একে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৬ মিনিট আগেখাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের অঙ্গসংগঠন ‘গণতান্ত্রিক যুব ফোরাম’–এর সদস্য খুকু চাকমা (৩৪) নিহত হয়েছেন। খুকু চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য ছিলেন। তিনি কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিষ্টানপাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।
১৮ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের পোশাক পরে এক ব্যবসায়ীর সোনা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে ডেমরা সড়কের মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায়। এ ঘটনায় আজ রোববার দুপুরে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন ওই ব্যবসায়ী।
১ ঘণ্টা আগেমেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. টিপু সুলতান অবসরে গেলেন। আজ রোববার (২৭ জুলাই) ছিল তাঁর শেষ কর্মদিবস। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কলঙ্ক নিয়েই বিদায় নিলেন তিনি। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন সদস্য
১ ঘণ্টা আগে