Ajker Patrika

বিটিসিএলের সাবেক এমডি আসাদুজ্জামানের বরখাস্তের আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান চৌধুরীর সাময়িক বরখাস্তসংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে।

তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ তা ৬ মাসের জন্য স্থগিত করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে অসদাচরণের জন্য ৮ নভেম্বর আসাদুজ্জামান চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ওই প্রকল্পের একটি প্যাকেজের বিপরীতে দরপত্র ‘বিধিবহির্ভূতভাবে’বাতিল করার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ওই বরখাস্ত চ্যালেঞ্জ করে রিট করেন আসাদুজ্জামান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত