Ajker Patrika

যান্ত্রিক ত্রুটির কারণে ৪০ মিনিট বিলম্বে ছাড়ল মেট্রোরেল, ভোগান্তিতে অফিসগামীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১২: ৩৪
যান্ত্রিক ত্রুটির কারণে ৪০ মিনিট বিলম্বে ছাড়ল মেট্রোরেল, ভোগান্তিতে অফিসগামীরা

রেল ট্র্যাকে ত্রুটির কারণে সকালে মেট্রোরেল ছাড়তে ৪০ মিনিট বিলম্ব হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছিলেন অফিসগামী যাত্রীরা। 

আজ সোমবার সকালে মেট্রোরেল চলাচলের পিক আওয়ারে এমন ঘটনা ঘটে। এতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ট্রেনের জন্য। ছুটির দিন শুক্রবার ছাড়া মেট্রো ট্রেন প্রতিদিন সকাল ৮টায় চলাচল শুরু করে। 

ফেসবুক গ্রুপ ‘ট্রাফিক অ্যালার্টে’ মোহাম্মদ মাহমুদ নামে এক যাত্রী ছবি পোস্ট করে লিখেছেন, ৪০ মিনিট ধরে উত্তরার দিকের ট্রেনের জন্য অপেক্ষা করছি। সে (মেট্রো ট্রেন) হয়তো কোথাও জ্যামে আটকে গেছে। 

সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত প্রতি ১০ মিনিট পরপর স্টেশনে ট্রেন পাওয়ার কথা। সেই হিসাবে উভয় দিকে চারটি ট্রেন বিলম্বে এসেছে। এতে করে অফিসগামীদের ভিড় বেড়েছিল প্ল্যাটফর্মে। মেট্রোরেলের ভেতরটা ছিল কানায় কানায় পরিপূর্ণ। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক (অপারেশন্স) মোহাম্মদ ইফতিখার হোসেন জানিয়েছেন, ট্র্যাকে সমস্যা হওয়ার কারণে মেট্রোরেল নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে ৮টা ৪০ মিনিটে চলাচল শুরু করেছে। 

ইফতেখার হোসেন আরও জানান, প্রতিদিন রাতে মেট্রোরেল বন্ধ করার সময় এবং সকালে চালুর সময় সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়। রোববার রাতেও বন্ধ করার সময় সেটি করা হয়েছিল। তখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু সকালে চালুর আগে পরীক্ষার সময় সামান্য যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এ জন্য মেট্রোরেল কিছু সময় বন্ধ ছিল। পরে দ্রুতই ত্রুটি সমাধান করে ফের মেট্রোরেল চালু করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত