শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ‘নিয়মবহির্ভূতভাবে’ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে একটি কারখানায় কর্মবিরতি পালন, আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের বিবিএস কেব্ল নামের একটি কারখানার কয়েক শ শ্রমিক এই বিক্ষোভ করেন।
কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ হঠাৎ আমাদের ১২ জন শ্রমিককে চাকরিচ্যুত করে নোটিশ দেয়। এটা সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে করা হয়েছে। এ জন্য আমরা সব শ্রমিক কর্মবিরতি পালন করছি। নিয়মবহির্ভূত এই আদেশ প্রত্যাহার করতে হবে।’
আরেক শ্রমিক রবিন মিয়া বলেন, ‘কর্তৃপক্ষ যখন-তখন শ্রমিক ছাঁটাই করছে। এটা অন্যায়। আজ আমরা অন্যায়ের প্রতিবাদ করতে রাস্তায় নেমেছি। আমাদের সহকর্মীদের বিরুদ্ধে অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।’
শ্রমিক লালু মিয়া বলেন, ‘শ্রমিকদের ওপর এটা অবিচার করা হয়েছে। কারখানার শ্রমিকদের পক্ষে ১০ দফা দাবি দেওয়া হয়েছে। ১০ দফা দাবি বাস্তবায়ন না হলে কোনো শ্রমিক কাজে যোগদান করবেন না।’
বিবিএস কেব্ল কারখানার ব্যবস্থাপক ফেরদৌস রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সব নিয়ম মেনে বেতন-ভাতা পরিশোধ করে শ্রমিক ছাঁটাই করা হয়েছে। শ্রমিকদের দাবির বিষয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘সড়ক অবরোধ ও বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শ্রমিকদের দাবির বিষয়ে আমরা কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছি।’
গাজীপুরের শ্রীপুরে ‘নিয়মবহির্ভূতভাবে’ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে একটি কারখানায় কর্মবিরতি পালন, আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের বিবিএস কেব্ল নামের একটি কারখানার কয়েক শ শ্রমিক এই বিক্ষোভ করেন।
কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ হঠাৎ আমাদের ১২ জন শ্রমিককে চাকরিচ্যুত করে নোটিশ দেয়। এটা সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে করা হয়েছে। এ জন্য আমরা সব শ্রমিক কর্মবিরতি পালন করছি। নিয়মবহির্ভূত এই আদেশ প্রত্যাহার করতে হবে।’
আরেক শ্রমিক রবিন মিয়া বলেন, ‘কর্তৃপক্ষ যখন-তখন শ্রমিক ছাঁটাই করছে। এটা অন্যায়। আজ আমরা অন্যায়ের প্রতিবাদ করতে রাস্তায় নেমেছি। আমাদের সহকর্মীদের বিরুদ্ধে অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।’
শ্রমিক লালু মিয়া বলেন, ‘শ্রমিকদের ওপর এটা অবিচার করা হয়েছে। কারখানার শ্রমিকদের পক্ষে ১০ দফা দাবি দেওয়া হয়েছে। ১০ দফা দাবি বাস্তবায়ন না হলে কোনো শ্রমিক কাজে যোগদান করবেন না।’
বিবিএস কেব্ল কারখানার ব্যবস্থাপক ফেরদৌস রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সব নিয়ম মেনে বেতন-ভাতা পরিশোধ করে শ্রমিক ছাঁটাই করা হয়েছে। শ্রমিকদের দাবির বিষয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘সড়ক অবরোধ ও বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শ্রমিকদের দাবির বিষয়ে আমরা কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছি।’
নেত্রকোনার আটপাড়া উপজেলার সোনাজুর গ্রামে মগড়া নদীতে গোসল করতে নেমে আব্দুল হক (৫৫) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিখোঁজ আব্দুল হক ওই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
২ মিনিট আগেএইচএসসি পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডে এ বছর গড় পাসের হার ৫০ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৯৯৫ জন। গত বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। এ ছাড়া শূন্য পাসের কলেজের সংখ্যা বেড়েছে। আজ সকালে বোর্ডের সভাকক্ষে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক...
১৫ মিনিট আগে২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালানো হয়েছিল, দীর্ঘ সাত বছর পর তিনি আজ সেই ঠাকুরগাঁও সদরের বেগুনবাড়ি দানারহাট এলাকায় মতবিনিময় সভায় অংশ নিতে যাচ্ছেন। দীর্ঘ বিরতির পর দলের মহাসচিবের আগমনে স্থানীয় নেতা-কর্মী...
২০ মিনিট আগেট্রাফিক সূত্রে জানা যায়, রাজধানীর দিকে যাওয়ার সময় রাইদা পরিবহনের একটি বাস (নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৯৪০৭) দ্রুতগতিতে অন্যান্য যানবাহনকে পেছনে ফেলে বাঁ পাশ দিয়ে বের হওয়ার চেষ্টা করে।
২৯ মিনিট আগে