নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামীবার থেকে সিটি করপোরেশনের সুনির্দিষ্ট স্থানে পশু জবাই করতে হবে। এর ব্যত্যয় হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে শিগগিরই আইন ও গাইড লাইন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এমনটাই জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর উত্তর সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি। সংবাদ সম্মেলনে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, এবার ২৭০টি স্থান করে দেওয়া হয়েছিল কোরবানির পশু জবাইয়ের জন্য। কিন্তু কেই আসেননি এখানে। আগামী থেকে নির্দিষ্ট স্থান করে দেওয়া হবে। সেখানেই পশু জবাই করতে হবে। আগামী থেকে যত্রতত্র ভাবে যেখানে সেখানে পশু জবাই করা যাবে না। আর এর জন্য যেখানে যে আইন প্রয়োগ করা দরকার হবে, তা করা হবে বলেও জানান তিনি।
সিটি করপোরেশনের স্থানে পশু জবাই নিয়ে নগরবাসী অনাস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, অনেকে ভরসা পান না। মাংস বদল হয়ে যাবে কি-না বা সঠিক পরিমাপে মাংস পাওয়া যাবে কি-না বা পশু জবাইয়ের পর মাংস নিয়ে কীভাবে বাড়ি যাবেন ইত্যাদি আশঙ্কা নগরবাসীর মধ্যে রয়েছে।
মো. আতিকুল ইসলাম বলেন, সবার ইচ্ছা থাকে বাসার নিচে পশু জবাই দেবেন। একটু বাসায় যাবেন, আবার আসবেন। পরিবারের সবাই মিলে নিচে বসে মাংসর কাজ দেখবেন। ভবিষ্যতে সিটি করপোরেশনের এলাকাতে এ সকল ব্যবস্থা করা হবে। যাতে পরিবারের সদস্যদের নিয়ে বসে মাংসর কাজ দেখতে পারা যায়। নগরবাসী যে কসাই দিয়ে বাসার নিচে কাজ করাতেন। সেই কসাই নিয়েই করপোরেশনের জায়গায় কাজ করান। এতে করে আপনার গরুর মাংসের মানসহ পরিমাপ সবই আপনি নিজেই নিশ্চিত হতে পারবেন। আর মাংস পরিবহনের জন্য পিকআপ ভ্যানের ব্যবস্থা রাখা হবে।
কোনো নাগরিক যদি নিজ বাসার সীমানার মধ্যে পশু জবাই দেয়, তার সুযোগ করপোরেশন দেবে কি-না? জানতে চাইলে উত্তর সিটি করপোরেশনের মেয়র বলেন, না এ সুযোগ কাউকে দেওয়া হবে না। আমরা অন্যান্য মুসলিম দেশগুলোর দৃষ্টান্ত ও অভিজ্ঞতা দেখব। তারা কীভাবে এর ব্যবস্থাপনা করে। এ নিয়ে নগরবাসীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা করে চূড়ান্ত করা হবে।
তিনি জানান, আধুনিক পশু জবাইয়ের কেন্দ্র তৈরি করা হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর এ বিষয়ে নির্দেশনা দিয়ে দিয়েছেন। রাজধানীর বাজার এলাকাতে এর জন্য জায়গা খুঁজছে সিটি করপোরেশন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২০ সালে উত্তর সিটিতে প্রথম দিনে আনুমানিক ২ লাখ ৫০ হাজার পশু কোরবানি করা হয়েছিল। আর ২০২১ সালে ৩ লাখ ১১ হাজার ৭৯০টি পশু কোরবানি করা হয়েছে। সিটি করপোরেশনের স্থানে ৪ হাজার ১৪১টি পশু কোরবানি দেওয়া হয়েছে।
এতে জানানো হয়, ঈদের প্রথম দিন রাত ৮টার মধ্যে উত্তর সিটির শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ১ হাজার ৯০৮টি ট্রিপে ১১ হাজার ৯৩৫ টন বর্জ্য ল্যান্ডফিলে পরিবহন করা হয়েছে। বর্জ্য অপসারণ, ব্যবস্থাপনা এবং সড়ক পরিচ্ছন্নতার কাজে ৪৯৩টি বিভিন্ন ধরনের যান ও যন্ত্রপাতি নিয়োজিত করা হয়েছিল। কোরবানির বর্জ্য অপসারণে উত্তর সিটি করপোরেশনের ২ হাজার ৬৬৭ জন নিজস্ব কর্মী এবং অন্যান্য ব্যবস্থাপনায় মোট ১১ হাজার ৫০৮ জন পরিচ্ছন্ন কর্মী কোরবানির প্রথম দিন কাজ করে।
আগামীবার থেকে সিটি করপোরেশনের সুনির্দিষ্ট স্থানে পশু জবাই করতে হবে। এর ব্যত্যয় হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে শিগগিরই আইন ও গাইড লাইন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এমনটাই জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর উত্তর সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি। সংবাদ সম্মেলনে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, এবার ২৭০টি স্থান করে দেওয়া হয়েছিল কোরবানির পশু জবাইয়ের জন্য। কিন্তু কেই আসেননি এখানে। আগামী থেকে নির্দিষ্ট স্থান করে দেওয়া হবে। সেখানেই পশু জবাই করতে হবে। আগামী থেকে যত্রতত্র ভাবে যেখানে সেখানে পশু জবাই করা যাবে না। আর এর জন্য যেখানে যে আইন প্রয়োগ করা দরকার হবে, তা করা হবে বলেও জানান তিনি।
সিটি করপোরেশনের স্থানে পশু জবাই নিয়ে নগরবাসী অনাস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, অনেকে ভরসা পান না। মাংস বদল হয়ে যাবে কি-না বা সঠিক পরিমাপে মাংস পাওয়া যাবে কি-না বা পশু জবাইয়ের পর মাংস নিয়ে কীভাবে বাড়ি যাবেন ইত্যাদি আশঙ্কা নগরবাসীর মধ্যে রয়েছে।
মো. আতিকুল ইসলাম বলেন, সবার ইচ্ছা থাকে বাসার নিচে পশু জবাই দেবেন। একটু বাসায় যাবেন, আবার আসবেন। পরিবারের সবাই মিলে নিচে বসে মাংসর কাজ দেখবেন। ভবিষ্যতে সিটি করপোরেশনের এলাকাতে এ সকল ব্যবস্থা করা হবে। যাতে পরিবারের সদস্যদের নিয়ে বসে মাংসর কাজ দেখতে পারা যায়। নগরবাসী যে কসাই দিয়ে বাসার নিচে কাজ করাতেন। সেই কসাই নিয়েই করপোরেশনের জায়গায় কাজ করান। এতে করে আপনার গরুর মাংসের মানসহ পরিমাপ সবই আপনি নিজেই নিশ্চিত হতে পারবেন। আর মাংস পরিবহনের জন্য পিকআপ ভ্যানের ব্যবস্থা রাখা হবে।
কোনো নাগরিক যদি নিজ বাসার সীমানার মধ্যে পশু জবাই দেয়, তার সুযোগ করপোরেশন দেবে কি-না? জানতে চাইলে উত্তর সিটি করপোরেশনের মেয়র বলেন, না এ সুযোগ কাউকে দেওয়া হবে না। আমরা অন্যান্য মুসলিম দেশগুলোর দৃষ্টান্ত ও অভিজ্ঞতা দেখব। তারা কীভাবে এর ব্যবস্থাপনা করে। এ নিয়ে নগরবাসীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা করে চূড়ান্ত করা হবে।
তিনি জানান, আধুনিক পশু জবাইয়ের কেন্দ্র তৈরি করা হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর এ বিষয়ে নির্দেশনা দিয়ে দিয়েছেন। রাজধানীর বাজার এলাকাতে এর জন্য জায়গা খুঁজছে সিটি করপোরেশন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২০ সালে উত্তর সিটিতে প্রথম দিনে আনুমানিক ২ লাখ ৫০ হাজার পশু কোরবানি করা হয়েছিল। আর ২০২১ সালে ৩ লাখ ১১ হাজার ৭৯০টি পশু কোরবানি করা হয়েছে। সিটি করপোরেশনের স্থানে ৪ হাজার ১৪১টি পশু কোরবানি দেওয়া হয়েছে।
এতে জানানো হয়, ঈদের প্রথম দিন রাত ৮টার মধ্যে উত্তর সিটির শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ১ হাজার ৯০৮টি ট্রিপে ১১ হাজার ৯৩৫ টন বর্জ্য ল্যান্ডফিলে পরিবহন করা হয়েছে। বর্জ্য অপসারণ, ব্যবস্থাপনা এবং সড়ক পরিচ্ছন্নতার কাজে ৪৯৩টি বিভিন্ন ধরনের যান ও যন্ত্রপাতি নিয়োজিত করা হয়েছিল। কোরবানির বর্জ্য অপসারণে উত্তর সিটি করপোরেশনের ২ হাজার ৬৬৭ জন নিজস্ব কর্মী এবং অন্যান্য ব্যবস্থাপনায় মোট ১১ হাজার ৫০৮ জন পরিচ্ছন্ন কর্মী কোরবানির প্রথম দিন কাজ করে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং জহুরুল হক বিমান ঘাঁটিতে জ্বালানি তেল সরবরাহের জন্য পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্ট মাসে এই পাইপলাইনের কমিশনিং হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রকল্পের প্রকল্প পরিচালক ও পদ্মা অয়েল কোম্পানির সহকারী...
৩ ঘণ্টা আগেসাতক্ষীরায় মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি সেতু ধসে পড়েছে। এতে সদর ও আশাশুনি উপজেলার অন্তত ২৫টি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সেতুর নিচ দিয়ে অপরিকল্পিতভাবে নদী খনন এবং নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করায় এমন বিপর্যয় ঘটেছে।
৩ ঘণ্টা আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা চলছে পরিত্যক্তঘোষিত এক ভবনে। সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিতে এখনো রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চলছে।
৩ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
৩ ঘণ্টা আগে