Ajker Patrika

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে দুই পক্ষের আইনজীবীদের ফের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৬: ১৩
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে দুই পক্ষের আইনজীবীদের ফের হাতাহাতি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আজ বৃহস্পতিবারও আওয়ামী লীগ এবং বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি-ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ দুপুর ১২টার পর এ ঘটনা ঘটে।

এ সময় উভয় পক্ষ একে অপরকে উদ্দেশ করে নানা স্লোগান দেন। পরে তারা দুই গ্রুপ পাশাপাশি অবস্থান নিয়ে বেশ কিছুক্ষণ স্লোগান দেয়। 

একদল ‘ভোট চোর, ভোট চোর’ বলে স্লোগান দিতে থাকে। অন্য পক্ষও পাল্টা স্লোগান দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে তুমুল উত্তেজনা তৈরি হয়। তবে আজও বিপুল সংখ্যক পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি পন্থী আইনজীবীরা। তাঁরা সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছি। তিনি বলেছেন, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে করণীয় থাকলে করবেন।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবী মুখোমুখি অবস্থানের ফলে বুধবার সারা দিন পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। পুলিশের হামলায় সাংবাদিকসহ বিএনপির অনেক আইনজীবী আহত হন। আহত হন এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, আজকের পত্রিকার রিপোর্টার এস এম নূর মোহাম্মদ, জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ফজলুল হক মৃধা, মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ, এটিএন বাংলার ক্যামেরাপারসন হুমায়ুন কবির, সময় টিভির ক্যামেরাপারসন সোলাইমান স্বপন, ডিবিসির ক্যামেরাপারসন মেহেদী হাসান মিম ও বৈশাখী টিভির ক্যামেরাপারসন ইব্রাহিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত