Ajker Patrika

জাবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি

জাবি প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১০: ৫১
সভাপতি অদ্রি অঙ্কুর ও  সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক। ছবি: সংগৃহীত
সভাপতি অদ্রি অঙ্কুর ও সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের (একাংশ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে নৃবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী অদ্রি অঙ্কুরকে সভাপতি এবং একই ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ফাইজান আহমেদ অর্ককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি সাবেরীন নওশাদ ও সাদিয়া ইসলাম মুন, সহকারী সাধারণ সম্পাদক সীমান্ত বর্ধন ও জারিন তাসনিম প্রমি, সাংগঠনিক সম্পাদক মায়িশা মনি, কোষাধ্যক্ষ ইসফার সাদী, দপ্তর সম্পাদক মো. রেদওয়ান সিকদার, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইমরান হাসান শুভ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রিফাত রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিকা তাবাসসুম ফারাবী, সাংস্কৃতিক সম্পাদক নুশরিকা অদ্রি, সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক জানিব হাসান মাটিয়া এবং ক্রীড়া সম্পাদক ইশতিয়াক বিন ইকবাল।

এ ছাড়া সদস্য হিসেবে আছেন—ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি, অমর্ত্য রায়, আনিকা ইবনাত আঁচল, আয়েশা নাজ তানহা, নাহিদুল ইসলাম নাঈম, সাজিদ রহমান, আদৃতা রায় ও সিয়াম মাহমুদ।

এর আগে গত ১৬ জুলাই শুরু হয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের তিন দিনব্যাপী সম্মেলন। শেখ হাসিনা সরকারের আমলে আয়নাঘরে নির্যাতিত আদিবাসী নেতা মাইকেল চাকমা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত