Ajker Patrika

ইভ্যালির প্রতারণার মামলায় তাহসানের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইভ্যালির প্রতারণার মামলায় তাহসানের জামিন

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খান জামিন পেয়েছেন। আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরী তাকে জামিন দেন।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আজ আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে এই মামলায় অভিনেত্রী মিথিলা ও ফারিয়া জামিন নিয়েছেন। 

গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল, তাঁর স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনের পাশাপাশি গায়ক তাহসান খান এবং অভিনেত্রী মিথিলা ও ফারিয়াকেও আসামি করা হয়। 
বাদীর অভিযোগ, আসামিরা ‘প্রতারণার মাধ্যমে’ তার কাছ থেকে তিন লাখ ১৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন। তখন ইভ্যালির সঙ্গে যুক্ত তাহসান, মিথিলা ও ফারিয়ার উপস্থিতি ও তাদের ‘প্রমোশনাল’ কথাবার্তায় প্রলুব্ধ হয়ে তিনি পণ্যের অর্ডার করেছিলেন। 

উল্লেখ্য মামলাটি এখনো তদন্তাধীন আছে। তবে জানা গেছে তাহসান, মিথিলা ও ফারিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়নি বলে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত