Ajker Patrika

৬ নারী পাচারকারী আটক, ৩ নারী উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৫: ০২
৬ নারী পাচারকারী আটক, ৩ নারী উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ভারতে পাচারের সময় পাচারকারী দলের এক পুরুষ ও পাঁচ নারী সদস্যকে আটক করা হয়েছে। এ সময় পালিয়ে আসা একজনসহ তিন নারীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব ১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।

আটক হওয়া মানব পাচারকারীরা হলেন—মুন্সিগঞ্জের সিরাজদিখানের হিল্লাপাড়ার তোফাজ্জল হোসেন ইরানের স্ত্রী ঝুমা আক্তার (২৮), রিপন শেখের স্ত্রী শারমিন আক্তার (২৯), নারায়ণগঞ্জের আড়াইহাজারে রহমানের মেয়ে মিনারা রিনা (৩৫), সিদ্ধিরগঞ্জের মৃত রাজ্জাক মিস্ত্রির ছেলে শাহজামাল (৪০), চাঁদপুরের ফরিদগঞ্জের চরচন্নার শাহ জামালের স্ত্রী রাবেয়া আক্তার (২৭) এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজির মৃত শহিদুলের স্ত্রী কমলি খাতুন (৩২)।

লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী নারী সশরীরে র‍্যাব-১১ ব্যাটালিয়ন সদর দপ্তরে হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি জানান, একদল মানব পাচারকারী সদস্য তাঁকে বিউটি পারলারে কাজ জোগাড় করে দেওয়ার কথা বলে যশোরের বেনাপোল সীমান্তে নিয়ে যায়। একপর্যায়ে তাঁকে কাঁটাতারের বেড়া অতিক্রম করতে বললে তিনি বুঝতে পারেন যে তাঁকে পার্শ্ববর্তী দেশে পাচার করা হচ্ছে। এ সময় তিনি যেতে রাজি না হলে পাচারকারীরা তাঁকে ব্যাপক মারধর করেন। একপর্যায়ে তিনি কৌশলে পালিয়ে আসেন এবং পরে বাসে করে যশোর থেকে নারায়ণগঞ্জে আসেন।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, ভুক্তভোগীর কাছ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে র‍্যাব-১১ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বাতানপাড়া (মসজিদ রোড) এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় পাচারকারী দলের পাঁচ নারী ও এক পুরুষ সদস্যকে আটক এবং তাঁদের কাছ থেকে পাচারের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া আটক হওয়া আসামিদের কাছ থেকে ভুক্তভোগীর ডেবিট কার্ড ও টাকা রাখার ব্যাগ উদ্ধার করা হয়। 

সেই সঙ্গে অভিযান পরিচালনার সময় আরও দুই নারী ভুক্তভোগীকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী দেশে পাচারের জন্য চক্রটি ওই স্থানে নিয়ে আসে এবং এদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক নারী ভুক্তভোগীকে গতকাল বৃহস্পতিবার রাতেই পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনা ছিল। 

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে আটক হওয়া মানব পাচারকারীদের জিজ্ঞাসাবাদে তাঁরা জেনেছেন, এই চক্র দীর্ঘদিন যাবৎ সহজ-সরল, অভাবগ্রস্ত নারীদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচার করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। এই মানব পাচার চক্রের সঙ্গে জড়িত অন্য আসামিদের আটকেরও প্রচেষ্টা চলছে। 

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ মামলা রুজু এবং তাঁদের হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত