নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) আউটসোর্সিং কর্মীদের সঙ্গে গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন হাসপাতালে আসা সেবাপ্রত্যাশীরা।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
আজ সোমবার বেলা ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত এ মারামারি চলে। এ সময় রড, লাঠি নিয়ে প্রশাসনিক ভবন ও আউটডোরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষের সঙ্গে আমরা আলোচনা করছি। মারামারির ঘটনায় কয়েকজন হালকা আহত হয়েছে। হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠক হয়েছে। এ রকম ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য উদ্যোগ নেওয়া হবে।’
ইবনে মিজান আরও বলেন, ‘ঝামেলা শুরু হয়েছে রোববার (গতকাল) রাত থেকে। রাতে ব্লাড ব্যাংকের কর্মী রফিককে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন স্বাস্থ্যকর্মীরা। সকালেও কর্মীদের ওপরে ‘‘হামলা’’ করে ছাত্ররা। এই ছাত্ররা সবাই জুলাই আন্দোলনে আহত হয়ে এখানে চিকিৎসাধীন। এ সময় রড, লাঠি নিয়ে প্রশাসনিক ভবন ও আউটডোরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।’
হাসপাতালটির কর্মীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এই হাসপাতালে ভর্তি আহত শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের দ্বন্দ্ব চলে আসছে। এর মধ্যে গতকাল রাতে ব্লাড ব্যাংকের কর্মী রফিককে মারধরের ঘটনা ঘটে। এতে হাসপাতালের কর্মীরা ক্ষিপ্ত হন। ওই ঘটনার প্রতিবাদে আজ হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন কর্মীরা। এর মধ্যে তাঁদের ওপর হামলা হয় বলে দাবি করেন সাইফুল নামের এক কর্মী।
তবে অভ্যুত্থানে আহত ব্যক্তিদের একজন মামুন বলেন, ‘৫ আগস্ট আশুলিয়া থানার সামনে আহত হই। এখানেই ভর্তি ছিলাম। হাসপাতালে দালাল ছাড়া কোনো সেবা মেলে না। পুরো হাসপাতাল চালায় দালাল সিন্ডিকেট। এর বিরুদ্ধে কথা বলায় সকাল ১০টার দিকে ফিজিওথেরাপি নিতে যাওয়া আমাদের কয়েকজনের ওপর হামলা চালায় হাসপাতালের একদল কর্মচারী ও দালাল।’
এদিকে হাসপাতালের কর্মীদের মারধর করায় তাঁরা সেবা বন্ধ করে দেন। সব কাউন্টার থেকে তাঁরা উঠে যান। এতে বিকেল পর্যন্ত সেবা বন্ধ থাকে। পরে পরিচালকের সঙ্গে বৈঠকে বসে সেনাবাহিনী, পুলিশ ও কর্মচারীদের প্রতিনিধি।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) আউটসোর্সিং কর্মীদের সঙ্গে গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন হাসপাতালে আসা সেবাপ্রত্যাশীরা।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
আজ সোমবার বেলা ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত এ মারামারি চলে। এ সময় রড, লাঠি নিয়ে প্রশাসনিক ভবন ও আউটডোরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষের সঙ্গে আমরা আলোচনা করছি। মারামারির ঘটনায় কয়েকজন হালকা আহত হয়েছে। হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠক হয়েছে। এ রকম ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য উদ্যোগ নেওয়া হবে।’
ইবনে মিজান আরও বলেন, ‘ঝামেলা শুরু হয়েছে রোববার (গতকাল) রাত থেকে। রাতে ব্লাড ব্যাংকের কর্মী রফিককে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন স্বাস্থ্যকর্মীরা। সকালেও কর্মীদের ওপরে ‘‘হামলা’’ করে ছাত্ররা। এই ছাত্ররা সবাই জুলাই আন্দোলনে আহত হয়ে এখানে চিকিৎসাধীন। এ সময় রড, লাঠি নিয়ে প্রশাসনিক ভবন ও আউটডোরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।’
হাসপাতালটির কর্মীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এই হাসপাতালে ভর্তি আহত শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের দ্বন্দ্ব চলে আসছে। এর মধ্যে গতকাল রাতে ব্লাড ব্যাংকের কর্মী রফিককে মারধরের ঘটনা ঘটে। এতে হাসপাতালের কর্মীরা ক্ষিপ্ত হন। ওই ঘটনার প্রতিবাদে আজ হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন কর্মীরা। এর মধ্যে তাঁদের ওপর হামলা হয় বলে দাবি করেন সাইফুল নামের এক কর্মী।
তবে অভ্যুত্থানে আহত ব্যক্তিদের একজন মামুন বলেন, ‘৫ আগস্ট আশুলিয়া থানার সামনে আহত হই। এখানেই ভর্তি ছিলাম। হাসপাতালে দালাল ছাড়া কোনো সেবা মেলে না। পুরো হাসপাতাল চালায় দালাল সিন্ডিকেট। এর বিরুদ্ধে কথা বলায় সকাল ১০টার দিকে ফিজিওথেরাপি নিতে যাওয়া আমাদের কয়েকজনের ওপর হামলা চালায় হাসপাতালের একদল কর্মচারী ও দালাল।’
এদিকে হাসপাতালের কর্মীদের মারধর করায় তাঁরা সেবা বন্ধ করে দেন। সব কাউন্টার থেকে তাঁরা উঠে যান। এতে বিকেল পর্যন্ত সেবা বন্ধ থাকে। পরে পরিচালকের সঙ্গে বৈঠকে বসে সেনাবাহিনী, পুলিশ ও কর্মচারীদের প্রতিনিধি।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গণগ্রেপ্তার বন্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি দিয়েছেন হাবিবুর রহমান হাবিব নামের এক আইনজীবী। আজ শনিবার গোপালগঞ্জ জজকোর্টের এই আইনজীবী তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস...
১ সেকেন্ড আগেদিন যত গড়াচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গুর পরিস্থিতি তত খারাপের দিকে যাচ্ছে। এক মাস আগে শুধু শহরকেন্দ্রিক আক্রান্তের সংখ্যা দেখা গেলেও এখন শহর থেকে গ্রামে অব্যাহত রয়েছে ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জে আবারও বাড়ানো হয়েছে কারফিউ ও ১৪৪ ধারার সময়সীমা। তবে এ সময় আওতামুক্ত থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক পরীক্ষাসমূহ।
১ ঘণ্টা আগেসব জেনেশুনে আমরা বিয়ে করি। কিন্তু বিয়ের পর থেকে জিভাল পল্লবী নামে আরেক বিবাহিত নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান। তাঁদের সেই সম্পর্কে বাধা হয়েছি বিধায় যৌতুকের দাবিতে আমাকে তিনি শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন।
১ ঘণ্টা আগে